সহজ চীনা ভাষা: পাহাড় দেখা-China Radio International
বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘পাহাড়দেখা’,এরচীনাভাষাহল-‘望岳’।বন্ধুরাআজকেরপাঠেরঅর্থজানিয়েদেওয়ারআগেপ্রথমেএইপাঠেরলেখকেরসঙ্গেআপনাদেরকেপরিচয়করিয়েদেবো;তারনামতুফু।তিনিচীনেরথাংরাজবংশেরবিখ্যাতবাস্তববাদীকবি।জীবনেতুফুথাংরাজবংশেরশান্তিওসমৃদ্ধিদেখেছেনএবংযুদ্ধওপতনেরঅভিজ্ঞতালাভকরেছেন।তিনিজনগণেরপ্রতিভালোবাসারমননিয়েসমাজেরপরিবর্তনওনিজেরধারণাগুলোকবিতায়তুলেধরেছেন।এজন্যতুফু’রকবিতা‘ইতিহাসেরকবিতা’হিসেবেখ্যাতিপেয়েছে।তারকবিতাচীনওজাপানেরসাহিত্যউন্নয়নেগভীরপ্রভাবফেলেছে।
চীনের প্রাচীন কবিতার ছন্দের নিয়মগুলো বেশ কঠিন ছিল। কঠোর নিয়ম মেনে তবেই ভালো কবিতা লিখতে হতো। তবে, তু ফু ছন্দের সীমার মধ্যে মুক্তভাবে বৈচিত্র্যময় উদ্ধৃতি, গল্প, তুলনা দিয়ে সুন্দর করে কবিতা লিখতে পারতেন। তিনি নিজের ধারণা প্রকাশ করতে পারতেন। আজকের পাঠটি খুব সুন্দর ও জনপ্রিয় একটি কবিতা। তু ফু থাই পাহাড়ে ভ্রমণের পর এই কবিতা রচনা করেছিলেন। থাই পাহাড় চীনের শানতোং প্রদেশে অবস্থিত। এটি চীনের বিখ্যাত ৫টি পাহাড়ের মধ্যে অন্যতম এবং বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত। থাই পাহাড় এর উচ্চতা ও সুন্দর দৃশ্যের জন্য পরিচিত। এই কবিতায় তু ফু থাই পাহাড়ের অনিন্দ্য সৌন্দর্যের কথা তুলে ধরেছেন এবং চূড়ায় ওঠার পর নিজের উত্তেজনা প্রকাশ করেছেন।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
怎么样 zěn me yàng কেমন感觉怎么样?gǎn juézěn me yàng কেমনলাগছে?你最近怎么样?nǐ zuì jìn zěn me yàng সম্প্রতিতুমিকেমনআছ/কেমনচলছে?泰山的景色怎么样?tài shān de jǐng sè zěn me yàng থাইপাহাড়েরদৃশ্যকেমন?
神奇的 shén qí de রহস্যময়神奇的自然景色shén qí de zì rán jǐng sèরহস্যময়প্রাকৃতিকদৃশ্য神奇的故事 shén qí de gǖ shìরহস্যময়গল্প
最后 zuì hòu শেষ/অবশেষে最后他登上了山顶zuì hòu tā dēng shàng le shān dǐng অবশেষেসেশিখরেউঠেছে/আরোহণকরেছে最后他成功了 zuì hòu tā chéng gōng leঅবশেষেসেসফলহয়েছে故事的最后 gù shìde zuì hòu গল্পেরশেষ旅程的最后 lǚ chéng de zuì hòu যাত্রারশেষ
几乎 jī hūপ্রায়这里几乎没有人来过 zhè lǐ jī hū méi yǒu rén lái guòএখানেপ্রায়কোনোমানুষআসেনি几乎看不见太阳jī hū kàn bú jiàn tài yáng সূর্যপ্রায়দেখাযায়না।