বাংলা

সহজ চীনা ভাষা: বয়স্কদের প্রতি শ্রদ্ধা-China Radio International

criPublished: 2020-10-26 17:04:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,গতমাসেরবিশেষঅনুষ্ঠানেআমরা'চীনেরউন্নয়নধারণা'সম্পর্কেসংক্ষিপ্তপরিচয়করিয়েদিয়েছিলামএবং'合作共赢共同发展'বা'কল্যাণমূলকসহযোগিতাওঅভিন্নউন্নয়নবাস্তবায়নকরাসহ'কিছুশব্দওবাক্যশিখিয়েছিলাম।আজকেরঅনুষ্ঠানেরশুরুতেআমরাসেসবশব্দআরেকবারজেনেনেই।

একটি দেশের উন্নয়ন সাধারণত তরুণ ও মধ্যবয়সী মানুষের ওপর নির্ভর করে, সমাজ ও অর্থনীতির অগ্রগতিতে তারা সবচেয়ে বেশি অবদান রাখে। তবে বয়স্ক মানুষ দেশ ও সমাজের অংশ। তাদেরকে অবহেলা করা উচিত নয়। বর্তমান বিশ্বের অনেক দেশ মানুষের বয়োবৃদ্ধি সমস্যার সম্মুখীন। কীভাবে বয়স্ক মানুষদের সঙ্গে আচরণ করা যাবে তা দেশ পরিচালনার দক্ষতা ও ধারণার সঙ্গে জড়িত। এক্ষেত্রে চীনের বিশেষ ধরণের সংস্কৃতি ও ধারণা আছে।

প্রাচীনকাল থেকেই চীনারা বৃদ্ধ মানুষকে বিশেষ সম্মান জানিয়ে আসছেন এবং 'সিয়াও' সংস্কৃতি উন্নত করেছেন। 'সিয়াও' সংস্কৃতি চীনা ঐতিহ্যগত সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, এর মূল বিষয় হলো সম্মান ও কৃতজ্ঞতা জানানো। এতে পিতামাতার লালনপালনের জন্য কৃতজ্ঞতা জানানো, বড় হওয়ার পর তাদের প্রতি খেয়াল রাখা ও সমর্থন দেওয়া, রোগ হলে যত্ন নেওয়া, পরিবারের প্রবীণ ও অন্যান্য বয়স্ক মানুষকে সম্মান করা, পূর্বপুরুষকে স্মরণ করা ইত্যাদি বিষয় জড়িত। প্রাচীনকালে চীনা মানুষ 'সিয়াও' কে মানুষের মৌলিক নৈতিকতা ও সামাজিক নৈতিকতা হিসেবে বিবেচনা করত।

চীনেএকটিবিখ্যাতকথাআছে,তাহল'百善孝为先','বিভিন্নভালোগুণেরমধ্যেপ্রথমটিহচ্ছেসিয়াও।চীনেরকনফুসিয়ানিজমেরবিখ্যাতচিন্তাবিদমেংয্যিওবলেছেন,নিজেরপরিবারেরপ্রবীণমানুষদেরসম্মানকরারপাশাপাশি,তাদেরমতোঅন্যান্যপ্রবীণমানুষকেওসম্মানকরাউচিত।এসবকথাচীনেব্যাপকভাবেপ্রচলিত।এথেকেবৃদ্ধমানুষেরপ্রতিচীনামানুষেরমনোভাবজানাযায়।

'সিয়াও' সংস্কৃতি চীনা জাতির উন্নয়নে বড় প্রভাব ফেলেছে, আর এখন পর্যন্ত তা চীনা সমাজের নৈতিকতা ও শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন অনুষ্ঠানে বার বার 'সিয়াও'র গুরুত্ব দিয়েছেন এবং 'সিয়াও' সংস্কৃতির ধারণা দিয়ে দেশ পরিচালনা করছেন। তিনি বলেছেন, বয়স্ক মানুষদের সম্মান করা চীনা জাতির ঐতিহ্যবাহী গুণ, আর বৃদ্ধ মানুষের সাহায্য ও খেয়াল করা গোটা সমাজের অভিন্ন দায়িত্ব। বয়স্ক মানুষের জীবনযাপনে সমর্থন ও নিশ্চয়তা দেওয়া হবে কিনা- তা শুধু পরিবারের ব্যাপার নয়, বরং জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের সঙ্গে তা জড়িত। বয়স্ক মানুষদের আরো ভালো জীবনযাপনের জন্য দেশ পরিচালনার সময়ে তিনি বয়স্কদের সেবাব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং বয়স্কদের সমর্থনকারী নীতি সুসম্পন্ন করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন।

আজকের পাঠের গুরুত্বপূর্ণ শব্দগুলো হলো:

老人 lǎo rén বৃদ্ধমানুষ老了lǎo le বৃদ্ধহওয়া他老了সেবৃদ্ধহয়েছে tā lǎo le

尊敬 zūn jìng শ্রদ্ধা/সম্মানকরাī尊敬老人 zūn jìng lǎo rén বৃদ্ধ/বয়স্কমানুষকেশ্রদ্ধাকরা

感恩 gǎn ēn কৃতজ্ঞতা感恩的心 gǎn ēn de xīn তারএকটিকৃতজ্ঞমন/হৃদয়

感谢 gǎn xièকৃতজ্ঞতাজানানো非常感谢আপনারজন্যঅনেককৃতজ্ঞতাজানাই fēi cháng gǎn xiè nín

孝顺 xiào shùn পিতামাতাবাবৃদ্ধমানুষেরপ্রতিভালোআচরণকরা他对父母很孝顺 tā duì fù mǔ hěn xiào shùn সেপিতামাতারযত্ননেওয়াসন্তান।/সেএমএকটিসন্তান,যেপিতামাতারখুবযত্ননেয়।

Share this story on

Messenger Pinterest LinkedIn