বাংলা

‘চীন ভ্রমণ’ জনপ্রিয় হচ্ছে, উন্নত পেমেন্ট সুবিধায় স্বস্তি

CMGPublished: 2024-07-18 15:33:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনে বিদেশিদের মোবাইল পেমেন্টের ব্যবহার আরও সহজ করার জন্য পিপলস ব্যাংক অফ চায়না সম্প্রতি প্রস্তাব করেছে যে, তারা তিনটি দিক থেকে লক্ষ্যযুক্ত ব্যবস্থা চালু করবে: আলিপে বা টেনপের ব্যবসায়িক প্রক্রিয়াগুলো অপ্টিমাইজ করতে এবং বিদেশী ব্যাংক কার্ডগুলোকে অন্তর্ভুক্ত করার দক্ষতা উন্নত করার জন্য গাইড করা, কার্যকরভাবে ব্যক্তিদের বিস্তারিত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রমাণীকরণ সহজ করে তোলা, বিদেশিদের জন্য একক লেনদেনের সীমা ১ হাজার মার্কিন ডলার থেকে ৫ হাজার ডলারে উন্নতি করা।

দেশের বৃহত্তম বিমানবন্দর এবং সমুদ্রবন্দর শহর হিসাবে, ব্যবসা, অধ্যয়ন এবং পর্যটনের জন্য চীনে আসা অনেক বিদেশীর জন্য শাংহাই হল প্রথম স্টপ। এখন শাংহাই ‘মোবাইল পেমেন্টকে প্রধান পদ্ধতি হিসেবে, ‘ব্যাঙ্ক কার্ড পেমেন্টের’ ওপর গুরুত্ব দিয়ে এবং নগদ পেমেন্টকে গ্রহণ করার নতুন পরিষেবা ব্যবস্থা গড়ে তুলেছে। ‘সাংহাই প্ল্যান’ অর্থপ্রদান ক্রমাগত পূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে।

একাধিক পদক্ষেপের মাধ্যমে চীনের পেমেন্ট সুবিধার স্তরের উন্নতি অব্যাহত রয়েছে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn