বাংলা

শায়ানসি প্রদেশের ভ্রমন নির্দেশনাকারী ইউয়ে পাওচেং

CMGPublished: 2024-07-11 17:04:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ট্যুর গাইড বা ভ্রমণ নির্দেশনাকারী ইউয়ে পাওচেং শায়ানসি প্রদেশের সি’আন থেকে এসেছেন, একটানা ৩৩ বছর ধরে তিনি ছিন রাজবংশীয় আমলের সৈন্য ও ঘোড়ার টেরাকোটা সারা বিশ্বের পর্যটকদের কাছে তুলে ধরতে ‘শ্যাসি-অ্যাকসেন্ট ইংরেজি’ ব্যবহার করেছেন, শুনতে খুব মজাদার এবং আকর্ষণীয়।

যথারীতি ইউয়ে পাওচেং ভ্রমণ দলের পর্যটকদের কাছে কিছু প্রশ্ন করেছেন, যার উদ্দেশ্য বিশ্বের অষ্টম আশ্চর্য- ছিন রাজবংশীয় আমলের সৈন্য ও ঘোড়ার টেরাকোটা সম্পর্কে চিন্তা করতে এবং একসাথে উত্তর খুঁজে বের করতে দলের প্রত্যেককে উত্সাহিত করা।

ভ্রমণ নির্দেশনা করার সময় ইউয়ে পাওচেং বইয়ের জ্ঞান পুরোপুরি উগড়ে দিতে পছন্দ করেন না, বরং তিনি পর্যটকদের সঙ্গে যোগাযোগ করতে পছন্দ করেন। তিনি নিজের অনন্য শৈলী এবং আন্তরিক সেবা দিয়ে বিদেশী বন্ধুদের সম্মান ও প্রশংসা জিতেছে। একটানা ৩৩ বছরে শূন্য অভিযোগের সাথে একটি ভাল খ্যাতি বজায় রেখেছেন তিনি।

‘জ্ঞানই শক্তি’ এমন একটি বাক্য যা ইউয়ে পাওচেং প্রায়শই বলে থাকেন। তিনি নিজের অভিজ্ঞতার মাধ্যমে এই বাক্যটি প্রমাণ করেছেন। ছোটবেলায় তিনি গ্রামীণ এলাকা বসবাস করতেন এবং তার পরিবার দরিদ্র ছিল। ইংরেজির প্রতি তার গভীর আগ্রহ দিয়ে তিনি বিংশ শতাব্দীর ৮০’র দশকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় সি’আনের কিছু দর্শনীয় স্থানে ট্যুর গাইড হিসেবে খণ্ডকালীন কাজ করার অভিজ্ঞতা কেবল তার মৌখিক ভাষার চর্চাকে সমৃদ্ধ করেনি, বরং ট্যুর গাইড হওয়ার প্রবল আগ্রহও সৃষ্টি করেছে।

১৯৬৬ সালে ইউয়ে পাওচেং শায়ানসি প্রদেশের সিয়েনইয়াংয়ের একটি গ্রামে জন্মগ্রহণ করেন, পরিবারে অনেক ভাই-বোন ছিল এবং খাওয়া-পরার সমস্যা ছিল।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn