বাংলা

কুয়েন ইউ শেং এবং তার গ্রামীণ অর্কেস্ট্রা

CMGPublished: 2024-04-11 10:30:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের হোনান প্রদেশের সিনইয়াং শহরের হুয়াংছুয়েন জেলায় এমন একটি গ্রামীণ অর্কেস্ট্রা আছে এবং এর ৮০ জনেরও বেশি সদস্য হচ্ছেন স্থানীয় খামারের শ্রমিক, কৃষক এবং শিক্ষার্থী। এ গ্রামীণ অর্কেস্ট্রার প্রতিষ্ঠার মাত্র চার বছর হলেও এর সদস্যরা একসঙ্গে পারফর্মে প্রায় ২০টি বাদ্যযন্ত্র বাজাতে পারেন, যার মধ্যে রয়েছে আরহু, কুজেং ও সুওনাসহ বিভিন্ন চীনা বাদ্যযন্ত্র এবং বেহালা, ভায়োলা এবং সেলোসহ বিভিন্ন পশ্চিমা বাদ্যযন্ত্র।

এই অর্কেস্ট্রার প্রতিষ্ঠা কুয়েন ইউ শেংয়ের বয়স ৬৮ বছর এবং তিনি অবসর-প্রাপ্ত একজন অধ্যাপক। চার বছরে গ্রামবাসীদের স্বেচ্ছায় সংগীত শিক্ষা দিয়েছেন, তার সঞ্চয় এবং অবসরের অর্থ দিয়ে বাদ্যযন্ত্র কিনেছেন এবং ক্লাসরুমও প্রতিষ্ঠা করেছেন। তিনি এই অর্কেস্ট্রা প্রতিষ্ঠা করেছেন এবং গ্রামাঞ্চলে সংগীতের প্রসার ঘটিয়েছেন। স্টাফ নোটেশন থেকে শুরু করে ছন্দের প্রশিক্ষণ পর্যন্ত, সংগীততত্ত্বের জ্ঞান এবং দক্ষতা, যাই শিক্ষার্থীরা আয়ত্ত করেছিলেন তা সবই ধীরে ধীরে কুয়েন ইউ শেং ধৈর্যের সাথে তাদের শিখিয়েছিলেন। অর্কেস্ট্রার বেশিরভাগ বাদ্যযন্ত্র কুয়েন ইউ শেং তার নিজের পকেটের টাকা দিয়ে কিনেছিলেন।

সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ, চার বছরে প্রায় প্রতিদিনই এভাবে বিনামূল্যে সংগীত শিক্ষাদান করেন তিনি। আজকাল ক্লাসের অনেক লোক সাবলীলভাবে যন্ত্রসংগীত বাজাতে পারেন এবং এটি কুয়েন ইউ শেংয়ের একটি বিশেষ Nostalgia নস্টালজিয়াও।

কুয়েন ইউ শেং হচ্ছেন জাতীয় প্রথম-স্তরের সুরকার এবং দ্বিতীয়-স্তরের কন্ডাক্টর। ২০১৯ সালে উহান আর্ট ট্রেনিং কলেজ থেকে অবসর নেওয়ার পর তিনি জন্মস্থান হ্য নান প্রদেশের হুয়াং ছুয়েনে ফিরে আসেন।

অবসর নেওয়ার পর জন্মস্থানে শূণ্য থেকে অর্কেস্ট্রা প্রতিষ্ঠা করা শুধু খেয়ালের বশে ছিল না। সতর্কতার সাথে বিবেচনা করার পর একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তিনি কেবল শ্রমিক, কৃষক ও শিক্ষকদের নিয়ে গঠিত একটি অর্কেস্ট্রা তৈরি করতে চাননি, তার নিজের জন্মস্থানকে চীনে ‘সংগীতের শহর’ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। এত বড় স্বপ্ন কোথা থেকে এলো?

বিংশ শতাব্দীর ৫০’র দশকে হুয়াং ছুয়েন জেলার হুয়াংহু ফার্ম একটি বর্জ্যভূমি থেকে উর্বর কৃষিভূমিতে রূপান্তর করা হয়েছিল। এখানেই কুয়েন ইউ শেংয়ের বড় হওয়ার জায়গা। আজকাল হুয়াংহু ফার্ম বিনোদনমূলক একটি নতুন ধরনের খামারে পরিণত হয়েছে। অবসর নেওয়ার পর আবার জন্মস্থানে ফিরে আসার পর কুয়েন ইউ শেং দেখেছেন যে, গ্রামবাসীদের বস্তুগত জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কিন্তু তাদের সাংস্কৃতিক জীবন তেমন বৈচিত্র্যময় ছিলো না।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn