নতুন বছরে ই উ শহরে ক্ষুদ্রপণ্য বাজার আবার খুলেছে
শুধু পণ্যের ক্ষেত্রেই নয়, নতুন প্রযুক্তির প্রয়োগের প্রসারের সাথে সাথে অনেক উচ্চ প্রযুক্তি নিঃশব্দে আরও বেশি ব্যবসায়িদের কাছে চলে এসেছে এবং ঐতিহ্যগত বাণিজ্য বাড়াতে সহায়ক হয়েছে।
গত বছরের শেষ দিকে চাং চিইং চীনা ভাষায় একটি ভিডিও শুট করার পর এআই প্রযুক্তি দিয়ে নিজ উদ্যোগে ইংরেজি, ফরাসি, আরবি এবং স্পেনিশসহ নানা ভাষার সংস্করণ বের হয়েছে। এসব ভিডিও ইন্টারনেটে পোস্ট করার পর ২০ লাখেরও বেশি ক্লিক পেয়েছে এবং দোকানের জন্য অনেক ক্রেতাও আকৃষ্ট করেছে।
চৌ ইং নামে আরেকটি দোকানের মালিক এআই প্রযুক্তির সুবিধাভোগী। তিনি বলেন, কিছু ইংরেজি বললেও বিভিন্ন দেশের গ্রাহকদের কাছে খুব স্পষ্টভাবে পণ্য ব্যাখা করা একটু কঠিন। এআই প্রযুক্তি আমাদের যোগাযোগের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম। তিনি আরো বলেন, ‘বসন্ত উত্সবের পর বাজার আবার খোলার প্রথম দিনে আমি এক লাখেরও বেশি ইউয়ান রেনমিনপি মূল্যের অর্ডার পেয়েছি। বিজ্ঞান ও প্রযুক্তি আমার বাণিজ্যে সুযোগ সুবিধা এনে দিয়েছে এবং আমি বাজার নিয়ে আস্থাশীল।’
শক্তিশালী জনপ্রিয়তা মানে প্রচুর ব্যবসার সুযোগ। ই উ মল গ্রুপের পরিসংখ্যান অনুসারে চলতি বছরের বসন্ত উত্সবের পর বাজার আবার খোলার প্রথম দিনে বাজারের দোকানপাট খোলার হার ছিল ৯৪.৬ শতাংশ এবং যা ২০২৩ সালের চেয়ে ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বাজারে ঘুরে বেড়িয়েছেন ২ লাখ ২৮ হাজার জন।
ই উ মল গ্রুপের উপ প্রধান কোং ছেং হাও বলেন, ‘নতুন বছরে চ্যালেঞ্জ এবং সুযোগ সহাবস্থান করে। এমন প্রেক্ষাপটে ই উ’র প্রাণশক্তি এবং স্থিতিস্থাপকতাকে প্রতিফলিত করতে পারে। গ্রুপটি আরো বিস্তৃত বাজারে ব্যবসার বেশি সুযোগ খোঁজাতে আরো বেশি শিল্পপ্রতিষ্ঠানকে সাহায্য করছে।’