বাংলা

ইউয়ে অপেরার অভিনেত্রী ছেন লি চুন

CMGPublished: 2024-02-01 17:29:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি চীনের একজন ইউয়ে অপেরার অভিনেত্রী বিখ্যাত হয়ে উঠেছেন। ২০২৩ সালের মার্চ মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত ‘সিনলোংমেন সরাইখানা’ নামে তার অভিনীত একটি অপেরা ১৩০ বারেরও বেশি মঞ্চস্থ হয়েছে এবং প্রতিবারই দর্শকদের ভিড় ছিলো। সম্প্রতি ইন্টারনেটে তার অভিনীত এ অপেরার সরাসরি সম্প্রচারটি কোটি কোটি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে।

ছেন লি চুন এবং তার দলের প্রচেষ্টায় অনেক তরুণ দর্শক ইউয়ে অপেরা সম্পর্কে জানতে পারেন এবং এ অপেরাকে পছন্দ করতে শুরু করেন।

চীনের অপেরার কথা আসলে সবার মনে হয়তো ধীর গতির সুর ও সেকেলে নানা শব্দ মনে পড়ে। মানুষের পুরনো চিন্তাধারা হলো শুধুমাত্র বয়স্ক লোকেরা অপেরা শুনতে পছন্দ করেন। তবে এখন এমন ধারণা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে।

১৯৯২ সালের মে মাসে চীনের চেচিয়াং প্রদেশের শেংচৌ শহরে জন্মগ্রহণ করেন ছেন লি চুন। তার জন্মস্থান ইউয়ে অপেরার উত্সস্থান হিসেবে পরিচিত।

মা-বাবার প্রভাবে শৈশবকালে ছেন লিচুন ইউয়ে অপেরায় আগ্রহী হন। ছোটবেলায় তিনি মা-বাবার সঙ্গে স্থানীয় অপেরা দলের পরিবেশনা উপভোগ করতেন।

মঞ্চে অভিনেতা-অভিনেত্রীদের জমকালো পারফরমেন্স তাকে গভীরভাবে আকর্ষণ করতো। তখন ছোট ছেন লিচুন কল্পনা করতেন যে, ভবিষ্যতে একদিনে তিনি তাদের মতো মঞ্চে পরিবেশন করবেন।

স্কুলে ভর্তি হওয়ার পর ছেন লিচুনের সঙ্গীত শিক্ষক ইউয়ে অপেরা শিক্ষার ক্ষেত্রে তার জন্মগত প্রতিভা আবিষ্কার করেন। শিক্ষকের সুপারিশে ইউয়ে অপেরার সঙ্গে তার অবিচ্ছেদ্য যাত্রা শুরু হয়। মেয়ের অপেরা শিখতে চাওয়ার কথা শোনার পর মা-বাবা একটু চিন্তিত হয়ে পড়ে। কারণ তারা জানতেন, অপেরা শেখা খুব কষ্টকর একটি পথ। তবে মাত্র ১৩ বছর বয়সী ছেন লিচুন মা-বাবাকে আন্তরিকভাবে বলেন, নিজের এই পছন্দ নিয়ে তিনি অনুতাপ করবেন না। এভাবে অনেক আবেগের সঙ্গে ছেন লিচুনের অপেরা শেখার যাত্রা শুরু হয়।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn