বাংলা

৩৬তম গোল্ডেন রুস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স ফিল্ম ফেস্টিভ্যাল

CMGPublished: 2023-11-09 14:13:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবারের চলচ্চিত্র উৎসবটি চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতির আলো-ছায়ার উত্তরাধিকার উন্নীত করার চেষ্টা করেছে; তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কাজের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে; এবং চলচ্চিত্র শিল্প-সংশ্লিষ্টদের প্রকৃতি তুলে ধরার উপর মনোযোগ দিয়েছে।

পূর্ব চীনের ফুচিয়েন প্রদেশের সিয়ামেন শহরে ৪ নভেম্বর সন্ধ্যায় ৩৬তম গোল্ডেন রুস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘Creation of the Gods I: Kingdom of Storms’ নামের চলচ্চিত্রটি শ্রেষ্ঠ ফিচার ফিল্ম এবং সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার অর্জন করে। মুভিটিকে চীনা নান্দনিকতার সাথে চীনা গল্প বলার একটি সফল অনুশীলন হিসেবে বিবেচিত হয়। চলচ্চিত্রটির পরিচালক উ আরশান বলেছেন: “চীনা চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমরা যে সাংস্কৃতিক পরিবেশ উপলব্ধি করি, তা ঐতিহাসিক উত্তরাধিকার এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা এবং আমাদের সৃষ্টির মূল উত্স। ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে ধারণাগুলো সন্ধান করা এবং আবেগের সাথে তাদের প্রকাশ করা হলো সৃষ্টিকারীর অনিবার্য বাছাই।”

কমিউনিস্ট পার্টির চীনের চলচ্চিত্র সমিতি কমিটির সম্পাদক চাং হোং বলেন, “চীনের শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী সংস্কৃতি হলো চীনা চলচ্চিত্র শিল্প রচনার উত্সব এবং চীনা চলচ্চিত্র নির্মাতাদের আস্থার উত্স। চলতি বছরের বসন্ত উত্সবের ছুটির সময় এবং গ্রীষ্মকালীন ছুটির সময় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো বক্স অফিসে ভালো আয় করে আবার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়ায়।”

তিনি মনে করেন, সংস্কৃতির আত্মবিশ্বাস দৃঢ় করে তুললে এবং চীনা চলচ্চিত্রের সাংস্কৃতিক উত্তরাধিকার ও উন্নয়নের চালিকাশক্তি অনুসন্ধান করলে ভবিষ্যতে চীনা চলচ্চিত্রের আরও উচ্চ মানের উন্নয়ন করা সম্ভব হবে।

এ বছরের প্রধান ভিজ্যুয়াল পোস্টারটি আগের বছরের ঐতিহ্যকে ধরে রেখেছে, মূল উপাদান হিসেবে মোরগের প্রোটোটাইপ ব্যবহার করে এবং এটি প্রদর্শনের জন্য চীনা অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার কৌশল ‘কাগজ কাটা’ ব্যবহার করে। এটি নিজস্ব সাংস্কৃতিক সম্পদ ব্যবহার করে চীনা গল্প বলার ধারণাকেও অনুসরণ করে।

এবারের উত্সব চলাকালে রচনা ও বিনিয়োগবিষয়ক সম্মেলনের আয়োজন করা হয়। রচয়িতা ও সম্পাদকদের মধ্যে সংযোগ সৃষ্টির মাধ্যমে তরুণ চলচ্চিত্র নির্মাণতাদের স্বপ্ন অনুসন্ধান ও পূরণে সহায়ক হয় এ সম্মেলন।

এছাড়া, সংস্কৃতি, চলচ্চিত্র ও টিভি শিল্পবিষয়ক ১২৬টি প্রকল্পের বিষয়ে চুক্তি হয় সম্মেলন চলাকালে। চুক্তিগুলোর মোট আর্থিক মূল্য ২ হাজার ৮০৫ কোটি ইউয়ান রেনমিনপি।

এ বছরের চলচ্চিত্র উৎসবে ব্রিকস দেশগুলো, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশগ্রহণকারী সদস্য এবং সিয়ামেনের আন্তর্জাতিক বন্ধু-শহরগুলোকে ঘিরে গোল্ডেন রুস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, গোল্ডেন রুস্টার চাইনিজ ফিল্ম ফেস্টিভ্যালসহ নানা কার্যক্রমের আয়োজন করা হয় যেখানে রাশিয়া, ফ্রান্স ও ব্রাজিলসহ ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রদর্শিত হয়। একইসঙ্গে বিশ্বব্যাপী প্রধান চলচ্চিত্র উত্সবের আয়োজক কমিটির চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, নিউজিল্যান্ডসহ নানা দেশের চলচ্চিত্র শিল্প বিশেষজ্ঞদের আমন্ত্রণও জানানো হয়। ফলে চীন ও বিদেশের সাংস্কৃতিক আদান-প্রদানকে এগিয়ে নেওয়া এবং চীনা চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রভাবও বাড়ানো সম্ভব হয়।

লিলি/রহমান

Share this story on

Messenger Pinterest LinkedIn