৩৬তম গোল্ডেন রুস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স ফিল্ম ফেস্টিভ্যাল
এ বছরের প্রধান ভিজ্যুয়াল পোস্টারটি আগের বছরের ঐতিহ্যকে ধরে রেখেছে, মূল উপাদান হিসেবে মোরগের প্রোটোটাইপ ব্যবহার করে এবং এটি প্রদর্শনের জন্য চীনা অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার কৌশল ‘কাগজ কাটা’ ব্যবহার করে। এটি নিজস্ব সাংস্কৃতিক সম্পদ ব্যবহার করে চীনা গল্প বলার ধারণাকেও অনুসরণ করে।
এবারের উত্সব চলাকালে রচনা ও বিনিয়োগবিষয়ক সম্মেলনের আয়োজন করা হয়। রচয়িতা ও সম্পাদকদের মধ্যে সংযোগ সৃষ্টির মাধ্যমে তরুণ চলচ্চিত্র নির্মাণতাদের স্বপ্ন অনুসন্ধান ও পূরণে সহায়ক হয় এ সম্মেলন।
এছাড়া, সংস্কৃতি, চলচ্চিত্র ও টিভি শিল্পবিষয়ক ১২৬টি প্রকল্পের বিষয়ে চুক্তি হয় সম্মেলন চলাকালে। চুক্তিগুলোর মোট আর্থিক মূল্য ২ হাজার ৮০৫ কোটি ইউয়ান রেনমিনপি।
এ বছরের চলচ্চিত্র উৎসবে ব্রিকস দেশগুলো, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশগ্রহণকারী সদস্য এবং সিয়ামেনের আন্তর্জাতিক বন্ধু-শহরগুলোকে ঘিরে গোল্ডেন রুস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, গোল্ডেন রুস্টার চাইনিজ ফিল্ম ফেস্টিভ্যালসহ নানা কার্যক্রমের আয়োজন করা হয় যেখানে রাশিয়া, ফ্রান্স ও ব্রাজিলসহ ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রদর্শিত হয়। একইসঙ্গে বিশ্বব্যাপী প্রধান চলচ্চিত্র উত্সবের আয়োজক কমিটির চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, নিউজিল্যান্ডসহ নানা দেশের চলচ্চিত্র শিল্প বিশেষজ্ঞদের আমন্ত্রণও জানানো হয়। ফলে চীন ও বিদেশের সাংস্কৃতিক আদান-প্রদানকে এগিয়ে নেওয়া এবং চীনা চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রভাবও বাড়ানো সম্ভব হয়।
লিলি/রহমান