বাংলা

চিংশান শহরে টেনিস খেলা

CMGPublished: 2023-11-02 10:04:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের হুবেই প্রদেশের চিংশান শহরে এক গ্রামীণ টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই শহরকে ‘চীনের টেনিস শহর’ হিসেবে গণ্য করা হয়। আজকের অনুষ্ঠানের প্রথম অংশে আমরা একসঙ্গে হুবেই প্রদেশের চিংশান শহরে ঘুরে বেড়াবো।

২০২২ সালের শেষ দিকে চিংশান শহরে স্থায়ী জনসংখ্যা ছিল ৫ লাখ ৩৪ হাজার ৫শরও কিছু বেশি এবং তাদের মধ্যে লক্ষাধিক লোক সারা বছর টেনিসে অংশগ্রহণ করেন। এর মানে হলো প্রতি ৫ জন চিংশানবাসীর মধ্যে ১ জন টেনিস খেলতে পছন্দ করেন। টেনিস এখানে কেন এত জনপ্রিয় হচ্ছে? আমরা পরে এ প্রশ্নের জবাব খুঁজবো ।

বিংশ শতাব্দীর আশির দশক থেকে চিংশান টেনিস প্রতিযোগিতা জনপ্রিয় করে তুলতে শুরু করে। টেনিস ধীরে ধীরে একটি ‘কুলীন খেলা’ হিসেবে তার পরিচয় হারিয়েছে এবং একটি শারীরিক ফিটনেস খেলা হিসেবে তার আসল প্রকৃতিতে ফিরে এসেছে। চীনের টেনিস অ্যাসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান এবং টেনিস তারকা চেং চিয়ে বলেন, “চিংশান শহরে টেনিস খেলার পরিবেশ খুব ভালো এবং জনসাধারণের অংশগ্রহণ অনেক বেশি। এখানে টেনিস কেবল পেশাদারিত্ব ও উচ্চমানের প্রতিফলনই নয়, বরং ব্যাপক অংশগ্রহণকে প্রতিফলিত করে।”

বর্তমানে চিংশান শহরে ৩০০টিরও বেশি টেনিস কোর্ট রয়েছে এবং ৫৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টেনিস কোর্স খুলেছে। কৃষকরা টেনিস কোর্টে একটি উচ্চ-উদ্দীপনাপূর্ণ উপস্থিতিও দেখাতে পারেন।

ষাট বছর বয়সী পোং চু ফাং ৫০টিরও বেশি গরু পালন করেন এবং তিনি খুব ভালো টেনিসও খেলেন।

পোং চু ফাং ৩৫ বছর ধরে টেনিস খেলছেন এবং বহুবার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন। এক দশকে তার কাছে টেনিস শিখা মানুষের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। তিনি বলেন, “সকালে ও বিকেলে একবার গরুকে খাওয়ানো ছাড়া আমি মূলত টেনিস নিয়েই থাকি। দিনে নিজেই খেলি এবং রাতে অন্যকে শেখাই।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn