বাংলা

বিল গেটস ও চীনের সম্পর্ক

CMGPublished: 2023-07-20 16:24:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চৌদ্দ জুন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আবার চীন সফর করেন। ১৯৯৪ সালে তার প্রথম চীন সফরের পর ৩০ বছর পার হয়েছে। এই ৩ দশকে তিনি ১০ বারেরও বেশি চীন সফর করেন।

ওই সময় তিনি চীনে মাইক্রোসফটের ব্যবসা প্রসারের জন্য কাজ করেছেন, মাইক্রোসফট এশিয়া রিসার্চ ইনস্টিটিউট খুলেছেন এবং তারপর বিভিন্ন দাতব্য প্রকল্পে সহায়তা করার জন্য বেইজিংয়ে গেটস ফাউন্ডেশনের একটি প্রতিনিধি অফিস প্রতিষ্ঠা করেছেন। বলা যায়, বিল গেটস যতবার চীন সফর করেন, তিনি স্পষ্ট লক্ষ্য নিয়ে আসেন এবং নতুন সুযোগও নিয়ে আসেন। তিনি চীনের ইন্টারনেট প্রযুক্তির দ্রুত বিকাশ এবং ইন্টারনেট অর্থনীতির দ্রুত উন্নয়নের সাক্ষী।

টেবিল টেনিসের ভক্ত বিল গেটস ২০০৮ সালে তার পুরো পরিবারকে নিয়ে বেইজিং অলিম্পিক গেমসের টেবিল টেনিস প্রতিযোগিতা দেখতে আসেন। একই বছর চীনে গেটস ফাউন্ডেশনের প্রথম প্রকল্প শুরু করার জন্য তিনি মাইক্রোসফটে তার পূর্ণকালীন পদ ত্যাগ করেন।

১৯৯৪ সালে মাত্র ৩৯ বছর বয়সী বিল গেটস তার অসাধারণ প্রতিভার গুণে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন। সেই বছর তিনি নতুন স্ত্রীকে নিয়ে চীন সফর করেন। এর উদ্দেশ্য ছিল চীনে উইন্ডোজ ৯৫য়ের ব্যবহার জনপ্রিয় করে তোলা।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn