হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে ভবিষ্যতের শহর অনুভব করুন
চায়না মোবাইল হংকং কোম্পানি লিমিটেডের মহাপরিচালক লি ফোং বলেন, ‘হংকংয়ের বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে যাদের হাসপাতালে যেতে সমস্যা আছে, তাদের জন্য কমিউনিটিতে শারীরিক পরীক্ষার কিয়স্ক স্থাপন করা হয়। ফলে সময়মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়নে আরো বেশি গুরুত্বারোপ করা হবে এবং আন্তর্জাতিক সৃজনশীল বিজ্ঞানের কেন্দ্র হিসেবে হংকংকে গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করা হবে।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার জোরালোভাবে স্মার্ট শহর নির্মাণ এগিয়ে নিচ্ছে। এই অনুষ্ঠানে কুয়াংতোং থেকে আসা উদ্ভাবনশীল প্রযুক্তিগত কোম্পানি সমাধানের ধারাবাহিক উপায় নিয়ে এসেছে। যেমন, কুয়াংতোংয়ের একটি কোম্পানির তৈরি ড্রোন সিস্টেম দক্ষতার সঙ্গে হারিয়ে যাওয়া পর্বতারোহীদের অনুসন্ধান করতে পারে এবং মাইক্রোফোন এবং লাউড স্পিকারের মাধ্যমে পর্বতারোহীদের সঙ্গে কথা বলতে পারে। অন্য একটি কোম্পানির উদ্যোগে গবেষণা করা মনুষ্যবিহীন নৌকাটি উপকূলীয় জল এবং পোতাশ্রয় জলের গুণমান পর্যবেক্ষণ এবং ম্যাপিং সম্পূর্ণ করতে পারে।