বাংলা

রোমানিয়ান মুভি ‘ম্যান অব নিডস’

CMGPublished: 2023-05-13 14:22:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

রোমানিয়ান মুভি ‘ম্যান অব নিডস’ ১৩তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিদ্বন্দ্বিতামূলক ইউনিটে অন্তর্ভুক্ত হয় এবং গত ২৩ এপ্রিল থেকে এ মুভিটি বেইজিংয়ের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এতে জেলার একজন পুলিশের গল্প বলা হয়। ইলাই নামের একজন পুলিশ শহরে সুষ্ঠুভাবে চাকরি করতে না পারায় রোমানিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি গ্রামে শেরিফের দায়িত্ব পালন করেন। সেখানে দুর্নীতি এক ধরণের জীবন পদ্ধতি।

তিনি একটি শান্তিপূর্ণ এবং একঘেয়ে জীবনযাপন করতে থাকেন। মধ্য বয়সে তিনি বিবাহবিচ্ছেদ করেন এবং একক জীবনযাপন করেন। তার চরিত্রের সঙ্গে আশেপাশের মানুষদের চরিত্রের সঙ্গে বড় পার্থক্য আছে। নিজেকে দিন দিন বড় হতে দেখে ইলাই একটি আরামদায়ক জীবনযাপন করার চেষ্টা করেন। তিনি একটি বাগান এবং একটি বাড়ি কিনতে চান।

সপ্তাহের দিনগুলোতে তিনি বারে ছোটখাটো বিবাদ মোকাবিলা করতেন, কিন্তু তিনি গ্রামের প্রধানের সন্দেহজনক আচরণ এবং গ্রামের অন্যান্য অন্ধকার ঘটনাগুলোকে অবজ্ঞা করেন। তবে যখন একটি হত্যাকাণ্ড ঘটে, তখন বছরের পর বছর ধরে জমে থাকা সমস্যাগুলো তাকে ধীরে ধীরে একটি হতাশাহীন পরিস্থিতিতে নিয়ে যায়। তার জীবন অশান্তিতে নিক্ষিপ্ত হয় যখন তাকে বন্দোবস্তে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। উত্তর অনুসন্ধানের প্রক্রিয়ায় তিনি এমন কাজ করার চেষ্টা করছেন, যা তিনি আগে কখনও করেননি। তিনি ন্যায়বিচারের একজন দূত হয়ে উঠেন। একজন অক্লান্ত শেরিফ দোষীদেরকে বিচারের মুখোমুখি করাবেন।

এটি রোমানিয়ার দুর্নীতি নিয়ে একটি ফিচার ফিল্ম। চলচ্চিত্রটির চীনা নাম ‘সুও শু চি রেন’, যার ইংরেজি শিরোনাম ‘ম্যান অব নিডস’। চলচ্চিত্রটির রোমানিয়ান শিরোনাম ‘ওমেনি দে ট্রেবা’। আক্ষরিক অর্থে অনুবাদ করা হয়েছে ‘সক্ষম মানুষ, চমৎকার মানুষ’। তার মানে সৎ লোক, পরিশ্রমী এবং নৈতিক ব্যক্তি। ফিল্মটির শিরোনাম বিদ্রুপাত্মকভাবে ব্যাখ্যা করে যে রোমানিয়ার সর্বস্তরের তথাকথিত সক্ষম ব্যক্তিরা ক্ষমতা ধরে রাখে, কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করে, যাতে দুর্নীতি সৃষ্টি হয়।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn