বাংলা

বেইজিং চলচ্চিত্র উৎসবে নারীর অগ্রগতি নিয়ে আলোচনা

CMGPublished: 2023-04-27 17:20:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৭: ‘তার ফিল্ম যাত্রা’ নামের ত্রয়োদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আলোচনাসভা সম্প্রতি বেইজিং ইয়েনছি লেক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় মুভি রচনায় নারীর শক্তি নিয়ে আলোচনা হয়। সভার উদ্দেশ্য ছিল মুভিকে চ্যানেল হিসেবে গ্রহণ করে নারী শক্তির বৃদ্ধিকে এগিয়ে নেয়া এবং শৈল্পিক পদ্ধতিতে নতুন যুগে নারীর ভাবমূর্তি তুলে ধরা।

চীনের ফিল্ম পরিচালক সমিতির মহাপরিচালক লি শাও হোং, চিত্রনাট্যকার ও পরিচালক ছিন হাই ইয়েন এবং তরুণ অভিনেত্রী থোং লি ইয়াসহ চলচ্চিত্রাঙ্গনের বেশ কয়েকজন অতিথি এতে অংশ নেন।

চীনের ফিল্ম পরিচালক সমিতির মহাপরিচালক লি শাও হোং বলেন, মুভি শিল্পে আমাদের নারী সৃষ্টিকারীদের সমর্থন করা উচিৎ। রচনার আওতা আরও বিস্তৃত করা এবং নারীদের দৃষ্টিকোণ থেকে নারীর ওপর মনোযোগদানে সহায়ক আরও বেশি শিল্পকর্ম সৃষ্টি করা উচিৎ।

চিত্রনাট্যকার ও পরিচালক ছিন হাই ইয়েন বলেন, আমাদের মুভিতে নারী চরিত্রের সঙ্গে সমাজে নারীর মূল্যবোধ সামঞ্জস্যপূর্ণ কিনা- তা বিবেচনা করা উচিৎ।

অভিনেত্রী থোং লি ইয়া বলেন, অভিনেত্রী হিসেবে যত বেশি অভিজ্ঞতা লাভ হয়, অভিনয়কে তত বেশি সাহায্য করা যায়। তাই মনোযোগ দিয়ে জীবনকে পর্যবেক্ষণ করা খুব গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

লিলি/এনাম/রুবি

Share this story on

Messenger Pinterest LinkedIn