বাংলা

বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

CMGPublished: 2023-04-26 19:08:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৬: ত্রয়োদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘থিনথান পুরস্কারের’ জুরি বোর্ডের অংশগ্রহণে গতকাল (মঙ্গলবার) বিকেলে এক সাংবাদিক সম্মেলন বেইজিং ইয়েনছি লেক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

চীনের বিখ্যাত পরিচালক চাং ই মৌ এবারের জুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

জুরি বোর্ডের সদস্যরা আন্তরিকভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং শ্রেষ্ঠ মুভি নির্বাচনের মানদণ্ড তুলে ধরেছেন।

কীভাবে চীনা চলচ্চিত্রগুলোকে বিশ্বব্যাপী তুলে ধরা যায় এবং বিশ্বজুড়ে আরও বেশি দর্শক টানা যায়, তা ছিল বেইজিং ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম আলোচ্য বিষয়।

এ বিষয়ে চাং ই মৌ বলেন, ‘চীনা মুভি’র ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু রাস্তাটা কঠিন। এখন চীনা দর্শকরা সিনেমা দেখতে ইচ্ছুক, যা খুবই ভালো। দর্শকদের সমাদর ও সমর্থন পেলেই চলচ্চিত্র কর্মীরা সৃষ্টির অনুপ্রেরণা ও চালিকাশক্তি পেতে পারবেন। তবে, শুধুমাত্র দর্শকদের সমর্থনই যথেষ্ট নয়, বাজারকে সমর্থন করার জন্য ভালো শিল্পকর্ম প্রয়োজন।’

চীনা চলচ্চিত্র বাজারের উন্নয়নের ভবিষ্যৎ প্রসঙ্গে চাং ই মৌ বলেন, চাইনিজ ফিল্ম মার্কেটের ভবিষ্যৎ উন্নয়ন শুধুমাত্র বড় এবং শক্তিশালী হওয়া নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চীনা সংস্কৃতি, চীনা শিল্পকর্ম এবং চীনা জনগণের অনুভূতি সমগ্র বিশ্বকে প্রভাবিত করতে দেওয়া।

সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অব্যাহতভাবে তরুণ পরিচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তুলছে এবং হংকংয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে আসছে।

তরুণ পরিচালকদেরকে প্রশিক্ষণ ও সমর্থন করার ক্ষেত্রে হংকংয়ের পরিচালক স্ট্যানলি কুওয়ান কাম পাং অনেক কাজ করেছেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn