বাংলা

সভ্যতা বিনিময়ে অগ্রণী ভূমিকা পালন করে চলচ্চিত্র

CMGPublished: 2023-04-25 19:45:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৫: ত্রয়োদশ বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে ফিল্ম পাওয়ার ফোরাম অন ইন্টারন্যাশনাল কোঅপারেশন গতকাল (সোমবার) বিকেলে বেইজিং ইয়েনছি লেক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এবারের ফোরামের থিম ছিল ফিল্ম দিয়ে সাংস্কৃতিক বিনিময় বেগবান করা এবং এর উদ্দেশ্য ছিল ফিল্মকে সেতু বানিয়ে বিনিময়ের চ্যানেল সৃষ্টি করা।

ফোরামে অংশ নিতে দেশি-বিদেশি চলচ্চিত্র মহলের বেশ কয়েকজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। তারা আন্তর্জাতিক সহযোগিতাকে কেন্দ্র করে চলচ্চিত্রের উত্পাদন ও সৃজনশীলতা এবং প্লাটফর্ম স্থাপনসহ নানা দিক নিয়ে আলোচনা করেন।

ফ্রান্সের বিখ্যাত পরিচালক ফ্রেডেরিক আউবার্টিন, চীনের বিখ্যাত অভিনেতা ও পরিচালক ছেন সি ছেং, মার্কিন পরিচালক চিমি চিন এবং হুয়াই ব্রাদার্স মিডিয়া গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ওয়াং চোং লেইসহ চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজের অভিজ্ঞতা থেকে চলচ্চিত্রের আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে নিজ নিজ অনুভূতি এবং মতামত তুলে ধরেন।

ফ্রেডেরিক আউবার্টিন বলেন, ভালো কাহিনী খুঁজে বের করা হলো সকল চলচ্চিত্র ব্যক্তিদের মতৈক্য। মুভি’র মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতা শেয়ার করা সম্ভব বলে তিনি মনে করেন।

মার্কিন তথ্যচিত্রের পরিচালক চিমি চিন একজন পেশাদার স্কি আলপিনিস্ট। তিনি বলেন, চীনে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। এসবকে সুন্দর মনোমুগ্ধ গল্পে মেশাতে পারলে সারা বিশ্ব অবাক হবে। সাহস এবং প্রকৃতির প্রতি সম্মান করা হলো মানবজাতির সর্বজনীন বিষয়। ভবিষ্যতে চীনের সঙ্গে সহযোগিতা চালাতে আগ্রহী তিনি।

ছেন সি ছেং হচ্ছেন ডিটেকটিভ চায়নাটাউন সিরিজ মুভি’র পরিচালক। এ সিরিজ মুভি সারা বিশ্বের বিভিন্ন জায়গার চায়নাটাউনে শুটিং করা হয়। তবে, মহামারীর কারণে বিগত কয়েক বছর তাদের দল বিদেশে শুটিং থেকে বঞ্চিত ছিল। তিনি মনে করেন, বিদেশে শুটিং করা কেবল কাজের জন্য নয়, বরং স্থানীয় সংস্কৃতি জেনে নেওয়া এবং স্থানীয় লোকদের সঙ্গে বিনিময়ের ভালো সুযোগ।

বিদেশে শুটিং করা প্রসঙ্গে হুয়াই ব্রাদার্স মিডিয়া গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ওয়াং চোং লেই মনে করেন, যৌথভাবে মুভি শুটিং করার সফল অভিজ্ঞতার ভিত্তিতে শ্রেষ্ঠ আন্তর্জাতিক মুভি প্রযোজনা সংস্থার সঙ্গে সহযোগিতা করা উচিৎ।

ফোরাম শেষে অতিথিরা ভবিষ্যতে মুভির আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আশাবাদ প্রকাশ করেন। এই অস্থিতিশীল বিশ্বে মুভি থেকে অনুপ্রেরণা ও শক্তি পাওয়া যায়। মুভি দেশ ও জাতি অতিক্রম করে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে সক্ষম বলে তারা মনে করেন। লিলি/এনাম/রুবি

Share this story on

Messenger Pinterest LinkedIn