বাংলা

সিনথোং নামে একজন কৃত্রিম চোখ প্রস্তুতকারী

CMGPublished: 2023-04-13 14:16:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনে দুই রকম কৃত্রিম চোখ পাওয়া যায়। গতানুগতিক কৃত্রিম চোখ এবং কাস্টমাইজড বা গ্রাহকের চাহিদা অনুযায়ী কৃত্রিম চোখ। সিনথোং সিদ্ধান্ত নেন, কাস্টমাইজড কৃত্রিম চোখ তৈরি করবেন। তিনি প্রথমে ক্রেতাদের পর্যবেক্ষণ করেন। তাদের অক্ষিকোটর, চোখের রং, চেহারার গঠন ইত্যাদি স্টাডি করেন। এরপর তাদের চেহারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চোখ তৈরি করেন। এজন্য তাকে চোখের চিকিৎসা বিজ্ঞানও পড়তে হয়। সাধারণভাবে বলা যায়, একটি কৃত্রিম চোখ তৈরি করতে ৩ বা ৫ দিন লাগে। বাজারে কৃত্রিম চোখের উপকরণ ভিন্ন বলে এর দামও ভিন্ন। কয়েক হাজার ইউয়ান থেকে ১০ হাজারেরও বেশি পর্যন্ত।

২০২২ সালে সিনথোং বেইজিংয়ে নিজের স্টুডিও প্রতিষ্ঠা করেন। দৈনন্দিন জীবনে তিনি কৃত্রিম চোখ তৈরি করা ছাড়াও, প্রতিসপ্তাহে তিনি ২ বা তিন ঘণ্টা ইন্টারনেটে লাইভ সম্প্রচার করে থাকেন। লাইভ সম্প্রচারে তিনি নেটিজেনদের প্রশ্নের জবাব দেন। যেমন, কার জন্য কি রকমের কৃত্রিম চোখ সামঞ্জস্যপূর্ণ? কিভাবে হীনমন্যতা থেকে মুক্তি পাবে ইত্যাদি। তিনিই যেন আলো’র মতো চোখে প্রতিবন্ধীদের জীবনে আলোকিত করে তুলেছেন।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn