বাংলা

৩১তম বিশ্বের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন গেমসের থ্রি-ডি অ্যানিমেশন প্রচার ফিল্ম প্রকাশিত

CMGPublished: 2023-02-16 14:48:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

৫ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের ছেংতু শহরে অনুষ্ঠেয় ৩১তম বিশ্বের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন গেমস আয়োজনের আর ১৭৩ দিন বাকি। সেদিন গেমসের থ্রি-ডি অ্যানিমেশন প্রচার ফিল্ম ‘ন্যচা এবং রোংপাওয়ের অ্যাডভেঞ্চার’ বিশ্বজুড়ে প্রকাশিত হয়েছে। জনপ্রিয় দেশীয় অ্যানিমেশনের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বা আইপি ন্যচা গেমসের মাসকট রোংপাওয়ের সঙ্গে সব কিছু পুনরুদ্ধার বসন্তকালে বিশ্বকে আমন্ত্রণ জানায়।

১৭৩ দিন পর হাজার বছরের প্রাচীন এই শহরে অনুষ্ঠিত হবে তারুণ্যের মহাসম্মেলন। ‘ন্যচা এবং রোংপাওয়ের অ্যাডভেঞ্চার’ নামে থ্রি-ডি অ্যানিমেশন প্রচার ফিল্মটি চলচ্চিত্র-স্তরের ভিজ্যুয়াল কৌশল এবং সর্বজনীন পদ্ধতি ব্যবহার করে ছেংতু শহরে একটি রঙিন ‘অ্যাডভেঞ্চার’ উপস্থাপন করেছে। গল্পের নায়ক, ন্যচা এবং রোংপাও শহরের পাহাড় ও নদীতে অব্যাহত অনুশীলনের মাধ্যমে বড় হয়েছে এবং রূপান্তর হয়েছে। তারা ভালোবাসা দিয়ে বিশ্বকে সংযুক্ত করেছে এবং ভবিষ্যতের দিকে পৌঁছেছে।

ন্যচা, প্রাচীন চীনা পৌরাণিক কিংবদন্তীতে এক অমর চরিত্র, রোংপাও কংফু চর্চা করা একটি চতুর পান্ডা। তারা দু’জন মুখোমুখি হলে কি দুর্দান্ত অ্যাডভেঞ্চার ঘটবে?

ছেংতু’র বন্য পান্ডা আবাসস্থলের কাছাকাছি চমৎকার পরিবেশগত পটভূমির কারণে তা আন্তর্জাতিকভাবে বিখ্যাত ‘বুনো পান্ডাদের জন্মস্থান’ হিসাবে পরিচিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বেইজিং শীতকালীন অলিম্পিক শেষ হলে, মাসকট রোংপাও বিংডুনডুনের দায়িত্ব গ্রহণ করে অব্যাহতভাবে ক্রীড়া ও বন্ধুত্বের সেতু হিসেবে বিশ্বকে চীনা গল্প বলার চেষ্টা করা হয়।

‘ন্যচা এবং রোংপাওয়ের অ্যাডভেঞ্চার’ নামে থ্রি-ডি অ্যানিমেশন প্রচার ফিল্মটিতে দুর্দান্ত শক্তির অধিকারী ন্যচা এবং সাহসী পান্ডা রোংপাও, আধুনিক যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিশ্রম ও অধ্যবসায়ের প্রতিনিধিত্ব করে।

‘ন্যচা এবং রোংপাওয়ের অ্যাডভেঞ্চার’ নামে থ্রি-ডি অ্যানিমেশন প্রচার ফিল্মটিতে ন্যচা এবং রোংপাও হাতে হাত ধরে মানুষকে উদ্ধারের কাহিনী অতিক্রম করেছে। মাঠে সর্বাত্মক লড়াই চলছে, এবং সেই সাথে উদারতাও রয়েছে, যা একে অপরকে উষ্ণ করে। ন্যচা এবং রোংপাও মাঠের দুই পক্ষের মতোই। তারা উভয়ই প্রতিযোগী ও বন্ধু, যারা যৌথভাবে শ্রেষ্ঠত্ব অনুসরণ করে। তারা একই রকম আবেগ ধারণ করে ও প্রকাশ করে।

লিলি/তৌহিদ/রুবি

Share this story on

Messenger Pinterest LinkedIn