বাংলা

চতুর্থ হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

cmgPublished: 2022-12-29 14:43:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নীল আকাশ, সমুদ্র, নারিকেল বাগান এবং বালুকাময় সৈকতের কথা উল্লেখ করলে সুন্দর হাইনান দ্বীপের কথা মনে পড়বে। এখন চীনে শীতের মৌসুম। তবে, হাইনান দ্বীপে এখনও একটি আরামদায়ক জলবায়ু এবং মনোরম দৃশ্য রয়েছে। চতুর্থ হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চায়না মিডিয়া গ্রুপ এবং হাইনান প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে ১৮ থেকে ২৫ ডিসেম্বর হাইনান প্রদেশের সানইয়া শহরে অনুষ্ঠিত হয়েছিল। এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম হল ‘লাইভ টু দ্য লাইট, ওয়াক উইথ দ্য শ্যাডো’। এর মানে হলো চলচ্চিত্র ভাষা ও রাষ্টীয় সীমানা অতিক্রম করতে পারে, ছায়া ও চিত্রের আলোকে পৌঁছে দিতে পারে এবং সবার হৃদয়ে পৌঁছাতে পারে। মহামারীর প্রভাবের কারণে এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনে নানা প্রতিকূলতা দেখা দিলেও সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় এবারের চলচ্চিত্রের মহাসম্মেলনটি সুষ্ঠু ও জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সবাই চতুর্থ হাইনান আন্তর্জাতিক উত্সবের ওপর নজর দেবো।

এবারের আয়োজনে সিএমজি প্রযোজিত ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। ১০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এবং একটি বিশেষ স্ক্রিনিং ইভেন্টের ব্যবস্থা করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য।

এ বছর ১১৬টি দেশ ও অঞ্চল থেকে মোট ৩ হাজার ৭৬১টি চলচ্চিত্র গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডের জন্য আবেদন করেছে। এর মধ্যে ২৯টি চলচ্চিত্র চূড়ান্ত পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে।

এর আগে ফিচার প্রতিযোগিতায় ১১ জন, তথ্যচিত্র ফিচার প্রতিযোগিতায় আটজন এবং শর্টস প্রতিযোগিতায় ১০ জন মনোনীতদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের আয়োজনে গালা, এশিয়ান নিউ ডিরেক্টরস, ফেস্ট বেস্ট, প্যানোরামা, নিউ হরিজন্স এবং ক্লাসিকসসহ ছয়টি স্ট্র্যান্ড জুড়ে ১০০ টিরও বেশি সিনেমা প্রদর্শিত হয়েছে।

"পিকিং ম্যান: দ্য লাস্ট সিক্রেটস অফ হিউম্যানিটি", "কিপ রানিং" এবং "ইনটু স্পেস" এ তিনটি সিএমজি প্রযোজিত চলচ্চিত্র এরই মধ্যে মুক্তি পেয়েছে।

এদিকে, এবারের আয়োজনে ছিল একটি ব্যতিক্রমি উদ্যোগ। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চলচ্চিত্র উপভোগ করতে অডিও বর্ণনাসহ আয়োজন করা হয়েছে একটি বিশেষ স্ক্রিনিং ইভেন্টের ব্যবস্থা। বিশেষ স্ক্রিনিং ইভেন্টে ইশারা ভাষা ব্যবহার করে বিষয়বস্তুকে স্পষ্টভাবে বুঝানো হয়েছে। এতে অংশ নিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানান প্রবীণ দর্শক লি শাওয়ুন।

"সিনেমা থিয়েটার প্রশস্ত, এবং সঙ্গীত খুব সুন্দর। ফিল্মের শব্দ খুব স্পষ্ট, এবং আমি ধাপে ধাপে অডিও বর্ণনাকারীর ব্যাখ্যা শুনতে পাচ্ছি। বর্ণনাটি খুব পরিষ্কার এবং আমি গল্পটি বেশ ভালভাবে বুঝতে পেরেছি।”

ইভেন্ট সংশ্লিষ্টদের তথ্যমতে, চীনে ১৭ মিলিয়নেরও বেশি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ প্রতি সপ্তাহে গড়ে দুটি চলচ্চিত্র উপভোগ করতে পারে।

হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বিশেষ এবং রোমান্টিক ইউনিট হল আউটডোর স্ক্রিনিং। সানইয়ার তাতোং হাই সমুদ্র সৈকত স্ক্রিনিং সাইটে বালি নরম এবং সমুদ্রের বাতাস মৃদু। দর্শকরা শহরের কোলাহল থেকে দূরে থেকে এখানে সিনেমা দেখতে পারেন এবং নীল সমুদ্রের কাছে আলো ও ছায়ার মোহনীয়তা অনুভব করতে পারেন। রোমান্টিক এই অভিজ্ঞতা কে চায় না?

হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিয়মিত অনুষ্ঠান হিসেবে এবারের উত্সব চলাকালে আউটডোর স্ক্রিনিংয়ের জন্য মনোযোগ দিয়ে ১৩টি মুভি বেছে নেওয়া এবং ৪টি প্রদর্শনের জায়গা স্থাপন করা হয়। এসব প্রদর্শনী দর্শকদের জন্য বিনামূল্যে খোলা ছিল।

অসামান্য তরুণ চলচ্চিত্র প্রতিভাকে আবিষ্কার ও সমর্থন করা এবং তাদের শিল্প সম্পদের সাথে সংযুক্ত করা ও তাদের চলচ্চিত্রের স্বপ্নের বাস্তবায়নে সাহায্য করা হলো হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ভেঞ্চার ক্যাপিটাল কনফারেন্স ইউনিট এই লক্ষ্য অর্জনের অন্যতম উপায়।

এবারের ভেঞ্চার ক্যাপিটাল কনফারেন্স ইউনিট বিশ্বজুড়ে চীনা চলচ্চিত্র সৃষ্টিকারীদের কাছ থেকে ৭০২টি আবেদনের প্রকল্প গ্রহণ করেছে। মোট ১৫টি মুভির চিত্রনাট্যসহ বেশ কয়েকটি প্রকল্প নির্বাচিত হয়। উত্সব চলাকালে এসব প্রকল্পের প্রতিনিধিরা সংশ্লিষ্ট পর্যালোচক এবং অতিথিদের সঙ্গে মুখোমুখি আলোচনার সুযোগ পান। তরুণ চলচ্চিত্র ব্যক্তিত্বদের জন্য এটি খুব বিরল সুযোগ।

একটি চলচ্চিত্রের জন্য স্ক্রিপ্ট লেখা থেকে শুটিং এবং প্রযোজনা এবং শেষ পর্যন্ত বাজারে যেতে অনেক দূর যেতে হয়। চলচ্চিত্র উৎসবের সাংগঠনিক কমিটি এবং সমাজের অনেক লোকের প্রচেষ্টা এসব তরুণ চলচ্চিত্র নির্মাতাদের তাদের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও আত্মবিশ্বাস এবং শক্তি দেয়।

যদিও মহামারী এখনও কাটেনি এবং চলচ্চিত্র শিল্প এখনও বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, চীনা চলচ্চিত্র নির্মাতারা চলচ্চিত্রের প্রতি তাদের ভালবাসা এবং চলচ্চিত্র শিল্পের ভবিষ্যতের প্রতি আস্থা রেখে তাদের নিজস্ব অবদান রাখছেন এবং ভাল শিল্পকর্ম নিয়ে সামনের বসন্তকে স্বাগত জানাতে প্রস্তুত।

২০১৮ সাল থেকে এটি চীনের অন্যতম প্রধান চলচ্চিত্র উৎসব হিসেবে অনুষ্ঠিত হয়ে আসছে । সপ্তাহব্যাপী শুরু হওয়া এ উৎসব চলে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে চীনে অনেক চলচ্চিত্র উত্সব রয়েছে। হাইনান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব তুলনামূলক তরুণ, কিন্তু ইতিমধ্যেই এর নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। মাস্টারদের নতুন শিল্পকর্ম এবং ক্লাসিক সিনেমার প্রদর্শন দেখতে আসা ভক্তদের জন্য হাইনান চলচ্চিত্র উত্সব খুব আকর্ষণীয়। বাধা-মুক্ত ‘উজ্জ্বল সিনেমা’ দৃষ্টি প্রতিবন্ধীদের সিনেমা দেখার মজা উপভোগ করতে দেয়, বহিরঙ্গন সৈকত স্ক্রীনিং সিনেমা ভক্তদের পুরোপুরি রোম্যান্সের অভিজ্ঞতা দিতে সক্ষম। এক কথায় বলা যায়, হাইনান দ্বীপের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুধুমাত্র ভালো শিল্পকর্ম উপভোগের সেরা জায়গা নয়, বরং ভালো শিল্পকর্ম সৃষ্টি করার একটি প্ল্যাটফর্মও। এই তরুণ ফিল্ম ফেস্টিভ্যাল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য তাদের চলচ্চিত্রের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি বুস্টার হতে সচেষ্ট রয়েছে।

লিলি/এনাম

Share this story on

Messenger Pinterest LinkedIn