বাংলা

গ্রামীণ প্রজেকশনিস্ট: ‘আলোছায়ার’ শিল্প গ্রামাঞ্চল আলোকিত করবে

CMGPublished: 2022-04-28 09:00:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গ্রামীণ এলাকায় ভালো সিনেমা পৌঁছে দিতে মনের জোরে টিকে থাকা প্রয়োজন। সাম্প্রতিক বছরগুলোতে মুতানচিয়াং শহরের গ্রামীণ ডিজিটাল সিনেমা লাইন লিমিটেড তাদের বরাদ্দ বাড়িয়েছে এবং ‘কাস্টমাইজড পয়েন্ট-এন্ড-ক্লিক’ মোড প্রবর্তন করেছে। দর্শকদের চাহিদা অনুযায়ী সর্বশেষ সিনেমা কিনেছে ও প্রদর্শন করেছে। বিশেষ করে, চমৎকার দেশীয় সিনেমাগুলো। বর্তমানে, ৮৮টি ভ্রাম্যমাণ ফিল্ম স্ক্রিনিং টিম প্রতি বছর দশ হাজারেরও বেশি ফিল্ম দেখায়। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি তারা নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ, প্রজনন এবং রোপণ ইত্যাদি বিষয় একত্রিত করেছে; যাতে কৃষকদের ধনী হওয়ার ক্ষমতা বাড়ানো যায়।

লিলি/তৌহিদ/শুয়ে

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn