সায়েন্স ফিকশন ফিল্মে সৃজনশীলতা খুব প্রয়োজন-China Radio International
ডোমেস্টিক সাই-ফাই চলচ্চিত্র ও টিভি নাটক উন্নয়ন প্রসঙ্গে লিউ ছি সিন বলেন, আরও বেশি প্রভাবশালী কল্পবিজ্ঞান সাহিত্যের মেধাস্বত্ত্ব তৈরি ছাড়াও, সৃজনশীলতারও দিকে মনোযোগ দেওয়া উচিত্। তিনি বলেন, সায়েন্স ফিকশন ফিল্ম এবং টেলিভিশন একটি সৃজনশীল প্রজেক্ট। সৃজনশীলতার একটি অংশ আসে মুভির স্পেশাল ইফেক্ট প্রোডাকশন থেকে এবং অন্য অংশ আসে মুভিতে বলা গল্প থেকে।
তিনি মনে করেন, এখন দেশীয় সায়েন্স ফিকশন ফিল্ম এবং টেলিভিশনের স্পেশাল ইফেক্টের উপর জোর দেয় এবং স্ক্রিপ্টকে অবহেলা করে। এটা ঠিক না। একটি সত্যিকারের ভালো গল্প স্পেশাল ইফেক্ট ছাড়াই সফল হতে পারে বলে তিনি বিশ্বাস করেন।
ভালো পাণ্ডুলিপির জন্য ভালো চিত্রনাট্যকার অবিচ্ছেদ্য। তাই দেশীয় পেশাদারদের প্রশিক্ষণও অনেক জরুরি। সাই-ফাই লেখকদের চেয়ে সাই-ফাই চিত্রনাট্যকার বেশি বিরল।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে লিউ ছি সিন এবং চীনা ভাষার সাই-ফাই মহল শিশুদের দিকে মনোযোগ দিয়েছে। তিনি বলেন, শিশুদের কৌতূহল এবং কল্পনা কল্পবিজ্ঞান সাহিত্যের আধ্যাত্মিক বিষয় ও আকর্ষণের উত্স।
লিউ ছি সিন বলেন, যুগের উন্নয়নের সঙ্গে সঙ্গে শৈশবে পড়া কল্পবিজ্ঞান যেন বাস্তব হয়ে ওঠে। রূপকথার গল্প এবং অন্যান্য ফ্যান্টাসি সাহিত্যের সঙ্গে তুলনা করে বলা যায়, কল্পবিজ্ঞান সাহিত্য তরুণ পাঠকদের ভবিষ্যতের উপর সুগভীর প্রভাব ফেলে। তিনি আশা করেন, আরো বেশি লেখক শিশুদের জন্য উন্নতমানের কল্পবিজ্ঞান সাহিত্য রচনায় ঝাঁপিয়ে পড়বেন, ফলে আরও বেশি শিশু কল্পবিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে এবং চীনের কল্পবিজ্ঞানের ভবিষ্যত উন্নয়নের ভিত্তি তৈরি হবে।