নতুন যুগে ‘মূল ধারার’ চলচ্চিত্রের ঐতিহাসিক ভূমিকা-China Radio International

২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে ‘My People,My Country’, ‘The captain’ এবং ‘ The Climbers’- এই তিনটি চলচ্চিত্র জাতীয় দিবসের ছুটিতে প্রদর্শিত হয়।
২০২০ সালে মার্কিন আগ্রাসন প্রতিরোধে উত্তর কোরিয়াকে সাহায্যদানকারী সেচ্ছাসেবী সেনা পাঠানোর ৭০তম বার্ষিকীতে ‘The Sacrifice’ নামের চলচ্চিত্রটি দেখানো হয়। এরপর বক্সঅফিসে এর আয় দ্রুতগতিতে ১০০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায় এবং এতে মহামারীর পর প্রেক্ষাগৃহ পুনরুদ্ধার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।
২০২১ সালে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকীতে ‘১৯২১’ ও ‘বিপ্লবী’ নামের মুভিটি প্রদর্শিত হয়।
দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে ‘মূল ধারার’ চলচ্চিত্র মাঝেমধ্যেই দর্শকরা দেখেছেন এবং তা চলচ্চিত্র বাজারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এসব চলচ্চিত্র বক্সঅফিসে অনেক ভালো আয় করেছে।
এ থেকে প্রমাণিত হয় যে, মূল ধারার চলচ্চিত্রগুলো আগের চেয়ে বেশি দর্শক স্বীকৃতি পেয়েছে। এসব চলচ্চিত্রের মাধ্যমে দর্শকেরা সুগভীর দেশপ্রেমের অনুভূতি এবং জাতীয় গর্বের বিষয়টি অনুভব করতে পারেন। অন্যদিকে মূলধারার চলচ্চিত্রগুলো ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আগে এসব চলচ্চিত্র শুধুমাত্র রাজনৈতিক প্রচারে ভূমিকা পালন করতো। বর্তমানে মূলধারার চলচ্চিত্র বাণিজ্যিক বিপণনের পথে অগ্রসর হচ্ছে। এর বিষয়বস্তু ও থিম প্রকাশের পদ্ধতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্র থেকে, বর্তমানে বাণিজ্যিক চলচ্চিত্রের উপাদানের সমন্বয়ে নির্মিত ‘নতুন মূলধারার’ চলচ্চিত্রে নানা পরিবর্তন ও উন্নয়ন ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের চলচ্চিত্রের সংস্কার ও সৃজনশীলতা কীভাবে হবে? চীনের কি রকম চলচ্চিত্র প্রয়োজন? এসব প্রশ্নের জবাব নিয়ে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান।
