দ্য রেড স্টারস-China Radio International
একশ বছর গোটা বিশ্বের দীর্ঘ সময়ের মধ্যে ‘এক পলক’ মাত্র! তবে, এই একশ’ বছরে চীনে অভূতপূর্ব বিশাল উন্নয়ন ঘটেছে। আপনি বিশ্বাস করুন বা না-করুক, এসব কিন্তু একটি সহজ চিন্তাধারা থেকে উত্সারিত হয়েছে। আর তা হলো- উঠে দাঁড়ানো এবং বেঁচে থাকা।