বাংলা

আগামী কাল অস্কারে লড়াই করবে চীনের সুপার হিট সিনেমা ‘বেটার ডেজ’-China Radio International

criPublished: 2021-04-24 14:29:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল২৪, সিএমজি বাংলা ডেস্ক: ভালো ইউনিভার্সিটিতে চান্স পেলেই ভবিষ্যৎ নিশ্চিত—এমনটাই মনে করেন হংকংয়ের পরিবারগুলোর। এ কারণে শিক্ষার্থীরা থাকেন প্রচুর চাপে। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ঠিক ৬০ দিন আগে থেকে শুরু হয় ‘বেটার ডেজ’–সিনেমার গল্প। কিশোরগ্যাংদের মারামারি, বুলিং, প্রতিশোধ, প্রেমের গল্পকে ছাপিয়ে ভালো দিনের অপেক্ষায় থাকা কিশোরদের গল্প উঠে এসেছে সিনেমায়।

৯৩তম অস্কারে মনোনয়ন পেয়েছে হংকংয়ের সুপার হিট সিনেমা ‘বেটার ডেজ’। আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বিশ্বের দুর্দান্ত সব সিনেমার সাথে লড়াই করবে এই সিনেমা। হংকংয়ের তরুণ নির্মাতা ডেরেক সাং পরিচালনা করেছেন এই সিনেমাটি। বয়সে নবীন হলেও এটি তার ৬ নম্বর সিনেমা। আর এই ৬ষ্ঠ সিনেমা দিয়েই বাজিমাত করলেন তিনি । চায়নিজ উপন্যাস ‘ইন হিজ ইয়ুথ, ইন হার বিউটি’থেকে নির্মাণে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেন ‘বেটার ডেজ’।

সিনেমাটির শুটিং শেষ হয় ২০১৮ সালে কিন্ত ৬৯তম বার্লিন চলচ্চিত্রে উৎসবে প্রদর্শন করার কথা থাকলেও সম্পাদনার কাজ শেষ না হওয়াতে সে সময় আর প্রদর্শন করা সম্ভব হয়নি। পরে উৎসব কর্তৃপক্ষকে এই সিনেমার চারটি শো বাতিল করতে হয়। এখন সব চূড়ান্ত। এবার অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা হিসেবে পুরস্কার পেলে হংকং চলচ্চিত্র ইতিহাসে অংশ নেবেন ডেরেক সাং। সিনেমাটির মূল চরিত্রের অভিনেত্রী চৌ তং উ । তিনিই প্রযোজনা করেছেন সিনেমাটির । ২৯ বছর বয়সে অভিনয় করলেও স্কুলের শিক্ষার্থী হিসেবে দারুণ মানিয়েছে তাকে।

সিনেমার অন্য অভিনেতাদের মধ্যে রয়েছে জ্যাকসন ই, ফাং ইন এবং ওয়েই ল্যাই। এই সিনেমায় কিছু মারামারির দৃশ্য আছে, যেগুলো দেখে মনে হয় ঘটনাটি যেন বাস্তবে আড়াল থেকে দেখছি। এসব ঘটনা ভীষণভাবে মনে দাগ কাটে। সিনেমাটির উপস্থাপনা ছিল দারুণ। শুরু থেকেই ঘটনা কোনো দিকে যাবে, সেটা বুঝতেই দেননি পরিচালক। সিনেমার প্রথম ৩০ মিনিট আপনাকে কষ্ট দেবে। বাকি অংশ সুন্দর জীবনবোধকে আঁকা হয়েছে। এটিই সিনেমা প্রাণ।

২৭ বছর পরে তৃতীয়বারের মতো অস্কারে মনোনয়ন পেল হংকংয়ের সিনেমা ‘বেটার ডেজ’। সিনেমাটি ব্যবসায়িকভাবেই সুপার হিট। সিনেমা–সম্পর্কিত বিভিন্ন সাইটে ‘বেটার ডেজ’–এর রেটিং ৮–এর বেশি। আগামীকাল বসতে যাচ্ছে অস্কার আসর। ইতিহাসের অপেক্ষায় এখন পুরো চীন।

সৌরভ/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn