বাংলা

চীনের চলচ্চিত্র বাজারের সর্বোচ্চ অবস্থা-China Radio International

criPublished: 2021-04-21 15:06:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২১ সালের শুরুতে চীনের চলচ্চিত্র বাজারে টানা রেকর্ড ভেঙ্গেছে।

পহেলা জানুয়ারি ছুটির সময় প্রদর্শিত চলচ্চিত্রগুলোর বক্সঅফিসের মোট আয় ১৩০.২ কোটি ইউয়ান রেনমিনপি এবং এই সংখ্যা একই সময় ইতিহাসের সবচে ভালো ফলাফলের চেয়ে ২.৫ শতাংশ বেশি।

ফেব্রুয়ারি মাসে বসন্ত উত্সবের ছুটির সময় প্রদর্শিত চলচ্চিত্রগুলোর বক্সঅফিসের মোট আয় ৭৮৪.৩ কোটি ইউয়ান রেনমিনপিতে উন্নীত হয়; যা বিগত বছরের একই সময় তুলনায় ৩২.৮ শতাংশ বেশি।

এপ্রিল মাসে ছিং মিং ফেস্টিভালের ছুটিতে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর বক্সঅফিসের আয় ৮২ কোটি ইউয়ান রেনমিনপিতে উন্নীত হয়; যা ইতিহাসের সবচে বেশি অগ্রগতি। তা বিগত বছরের তুলনায় ১৭.৫ শতাংশ বেড়েছে।

টানা তিনটি সরকারি ছুটির সময় বক্সঅফিসের মোট আয় ইতিহাসের শ্রেষ্ঠ সাফল্য সৃষ্টি করেছে। তবে ২০১৯ সালের বক্সঅফিসের তুলনায় ২০২১ সালের কিছুটা ব্যবধানও দেখা যাচ্ছে। ২০২১ সালে বক্সঅফিসের বার্ষিক আয় ৬০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাওয়া খুব কঠিন হবে না। তবে ৬৪.২ বিলিয়ন ইউয়ানের সীমা ছাড়িয়ে যেতে আরো অনেক চ্যালেঞ্জ রয়েছে।

চলতি বছর চীনের মুলভূভাগের চলচ্চিত্র বাজার নিঃসন্দেহে বিশ্বের প্রথম স্থানে থাকবে। উত্তর আমেরিকায় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো বেশ পরিপক্ব হয়ে উঠছে। তারা গোটা দুনিয়ার চলচ্চিত্রের বাজারের সঙ্গে প্রতিযোগিতা করছে। ফলে বিশ্বের শীর্ষ চলচ্চিত্র বাজার হিসেবে চীনের এই অবস্থা ভবিষ্যতেও দীর্ঘ সময় ধরে চলবে।

তবে একটি বাজারের অসীম সম্প্রসারণ সম্ভব নয়। বাণিজ্যিক খাতে প্রত্যেকের একটি নির্দিষ্ট সীমানা রয়েছে। তাহলে চীনের প্রেক্ষাগৃহে প্রদর্শিত চলচ্চিত্র বাজারের সর্বোচ্চ সীমা কোথায়?

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উন্নত দেশগুলোর বাজারের তুলনা করলে এবং সাম্প্রতিক বছরগুলোতে মুলভূভাগের চলচ্চিত্র বাজারের উন্নয়নের অবস্থা এখন বিশ্লেষণ করব।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn