বাংলা

৩৩তম গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান সিয়ামেনে অনুষ্ঠিত-China Radio International

criPublished: 2020-12-03 15:26:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ড ১৯৮১ সালে চীনের কমিউনিস্ট পার্টির প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনে প্রতিষ্ঠিত হয়। চীন ফেডারেশন অফ লিটারারি ও আর্ট সার্কেল এবং চাইনিজ ফিল্ম অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দেশব্যাপী অ্যাওয়ার্ড বিতরণী কার্যক্রম এটি। একে চীনা চলচ্চিত্রের ‘বিশেষজ্ঞ পুরস্কার’ হিসেবে আখ্যায়িত করা হয়।

চলতি বছরের ৩৩তম গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ড আগের চেয়ে একটু ভিন্ন ছিল। এ বছর তরুণদের চলচ্চিত্রের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এতে তরুণ পরিচালকদের চলচ্চিত্র তুলে ধরা, পুঁজি আকর্ষণ করা এবং সহযোগিতার প্লাটফর্ম স্থাপন করা হয়। পাশাপাশি, এ বছর থেকে চীনের গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উত্সব প্রতিবছর চীনের সিয়ামেন শহরে আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।

চার দিনব্যাপী ৩৩তম গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উত্সব ২৮ নভেম্বর রাতে শেষ হয়েছে। এ নিয়ে সিয়ামেন শহর দ্বিতীয়বারের মতো গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উত্সবের আয়োজন করলো। চার দিনের মধ্যে নানা ধরনের চলচ্চিত্রের প্রদর্শনী, ফোরাম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় কার্যক্রমের আয়োজন করা হয়। চলচ্চিত্র মহলের বিশেষজ্ঞদের মতে, সিয়ামেন শহরে অনুষ্ঠিত গোল্ডেন রুস্টার চলচ্চিত্র উত্সবের আকার ও আকর্ষণ শক্তি প্রতি বছরের জুন মাসে অনুষ্ঠিত শাংহাই চলচ্চিত্র উত্সব এবং এপ্রিল মাসে অনুষ্ঠিত বেইজিং চলচ্চিত্র উত্সবের মতো। চলচ্চিত্র উত্সব আয়োজনকারী চীনের সব দ্বিতীয় স্তরের শহরগুলোর মধ্যে সিয়ামেন শহর অন্যতম।

সিয়ামেন বড় শহর নয়, অন্য কথায় বলা যায়, এটি খুব ছোট একটি শহর। সিয়ামেন শহরের কেন্দ্রীয় অঞ্চলটি সিয়ামেন দ্বীপে অবস্থিত। চীনের শহরগুলোর মধ্যে দ্বীপে অবস্থিত কেন্দ্রীয় এলাকা তা খুব বিরল। সিয়ামেন দ্বীপের আয়তন মাত্র ১৫৮ বর্গকিলোমিটার। যা মহানগরী বেইজিংয়ের ছাওইয়াং জেলার এক তৃতীয়াংশ। তবে ছোট এই দ্বীপে চীনের চলচ্চিত্রের নতুন শক্তি দেখা দিয়েছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn