বাংলা

‘জলের চাঁদ’-China Radio International

criPublished: 2020-11-10 08:31:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধু, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের সংখ্যালঘু জাতি মিয়াও জাতির একজন নারী কন্ঠশিল্পীর পরিচয় দিবো এবং তাঁর গান শোনাবো। তিনি হলেন আইয়ৌদুও। তাঁর আসল নাম লেই চেন ফিং। তিনি ১৯৭৭ সালের ২৯ এপ্রিল গুইচৌ প্রদেশের হুয়াংফিং জেলায় জন্মগ্রহণ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘ছিয়ানদংনানের জুলাই মাস’ শীর্ষক গান। ছিয়ান হলো কুইচৌ প্রদেশের সংক্ষিপ্ত নাম। ছিয়ানদংনান মানে কুইচৌ প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। অঞ্চলটি মিয়াও জাতিঅধ্যুষিত অঞ্চল। আগে আমরা বিখ্যাত্ কন্ঠশিল্পী আদুও’র কন্ঠে গানটি শুনেছি। আশা করি, বন্ধুরা আইয়ৌদুও’র কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইয়ৌদুও’র কন্ঠে ‘ছিয়ানদংনানের জুলাই মাস’ শীর্ষক গান। তিনি বেইজিং নর্মাল ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। তিনি হলেন চীনের জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা, কেন্দ্রীয় জাতীয় গান ও নাচ গ্রুপের সদস্য, একাদশ জাতীয় গণকংগ্রেমের সদস্য এবং গুইচৌ প্রদেশের নিরাপদ খাবার পরিকল্পনার দূত। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘স্বপ্নের শৈশাবস্থা’ শীর্ষক গান। গানটি একটি মিয়াও জাতির লোকসংগীত। মিয়াও জাতির বাসিন্দারা পরিশ্রমী, দয়ালু, অতিথিপরায়ণ। ছিয়ানদংনান এলাকার শিল্প, সংস্কৃতি ও স্থাপত্য আকর্ষণীয়। এলাকাটিও একটি বিখ্যাত্ পর্যটন স্থান। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন আইয়ৌদুও’র কন্ঠে ‘ঘোড়াপালনের লোকগান’ শীর্ষক গান। ১৪ বছর বয়সে তিনি জন্মস্থানের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। ১৯৯৩ সালে তিনি বেইজিংয়ে গিয়ে একটি জাতিগত সংস্কৃতি গ্রামে একজন কন্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন। পরে তিনি জন্মস্থানে ফিরে একটি হোটেলের একজন ওয়েট্রিস হিসেবে কাজ করেন। এরপর তিনি বন্ধুদের সঙ্গে কুয়াংচৌ প্রদেশে গিয়ে কাজ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘মালভূমি লাল’ শীর্ষক গান। গানটি একটি তিব্বতী জাতির লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn