বাংলা

চিন ওয়েন ছি-China Radio International

criPublished: 2020-10-27 10:26:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চিন ওয়েন ছি চীনের মূল ভূভাগের একজন নারী কন্ঠশিল্পী এবং গীতিকার। নিজের অ্যালবাম প্রকাশের আগে চিন ওয়েন ছি অন্য কন্ঠশিল্পীদের জন্য গান রচনা করতেন।

২০১৪ সালে চিন ওয়েন ছি 'বেইজিংয়ের প্রেমের গল্প'-এর জন্য থিম সিং 'সময়ের চুরি' গানটি রচনা করেন এবং নিজেই গানটিতে কন্ঠ দেন। এই গানটি প্রকাশের পর পরই বিভিন্ন সঙ্গীত ওয়েবসাইটে এক কোটিরও বেশি মানুষ তা শুনেন। তারপর তিনি সবচেয়ে জনপ্রিয় গীতিকার হিসেবে সঙ্গীতমহলে আনুষ্ঠানিকভাবে আবির্ভূত হন।

২০১৪ সালের পয়লা মে, চিন ওয়েন ছি'র স্বরচিত গান 'প্রতিভা কোম্পানী' প্রকাশিত হয়। এই গানটি চীনের প্রথম ইন্টারনেট অ্যালবাম 'আলো খোঁজা'য় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৬ সালে এই গানটির ভিডিও চিত্রায়ন করা হয়।

২০১৫ সালে চিন ওয়েন ছি'র প্রথম অ্যালবাম 'নিখুঁত বিশ্ব' প্রকাশিত হয়। তিনি দশ বছরে তাঁর স্বরচিত গানের মধ্যে দশটি গান বাছাই করে এতে অন্তর্ভুক্ত করেন।

২০১৫ সালের ২১ জুলাই চিন ওয়েন ছি 'কনে আহুয়া' প্রকাশ করেন। একই বছরের অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে চিন ওয়েন ছি বেইজিং, শাংহাই, ছেং তু, কুয়াংচৌ ও শেনচেন শহরে 'নিখুঁত বিশ্ব' নামের ট্যুর কনসার্ট আয়োজন করেন।

২০১৫ সালে চিন ওয়েন ছি'র স্বরচিত গান 'সূর্য ও চাঁদ' বাজারে আসে। আর একই বছরের ৯ ডিসেম্বর তাঁর আরেকটি গান 'আকাশকে বিষ্মিত করে' রিলিজ হয়। এই গানটিতে তাঁর নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

২০১৬ সালের পয়লা ফেব্রুয়ারি চিন ওয়েন ছি দুটি স্বরচিত গান প্রকাশ করেন। একটি হল: 'তোমাকে দেখা পর্যন্ত'। এই গানটি তিনি নিজেই গেয়েছেন। আরেকটি গান হল: 'স্মৃতি আরো ভালো'। এই গানটি চীনের বিখ্যাত কন্ঠশিল্পী ছেন ছু শেং গেয়েছেন।

২০১৬ সালের ১৬ এপ্রিল, চিন ওয়েন ছি অষ্টম 'চীনা ভাষার সঙ্গীত' পুরস্কারের বার্ষিক শ্রেষ্ঠ নতুন নারী কন্ঠশিল্পী হিসেবে মনোনোয়ন পান।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn