বাংলা

দ্বিতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন মেলা উদ্বোধন

CMGPublished: 2024-11-26 12:09:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাপ্লাই চেইন মেলায় প্রথমবারের মতো প্রতিষ্ঠিত উন্নত উত্পাদন চেইন প্রদর্শনী এলাকাটি নতুন উত্পাদনশীলতার উপর ফোকাস করছে এবং শিল্প আপগ্রেডিং ও আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়াতে উন্নত উত্পাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরছে। প্রায় ৮০টি চীনা ও বিদেশি কোম্পানি দর্শকদের অত্যাধুনিক কৃতিত্ব এবং ডিজিটাল, নেটওয়ার্কযুক্ত ও বুদ্ধিমান প্রযুক্তির গভীরতর প্রয়োগের প্রদর্শনী, ইন্টারেক্টিভ অভিজ্ঞতা এবং অন্যান্য ফর্মের মাধ্যমে অনুভব করার সুযোগ করে দেয়।

শুধুমাত্র উন্নত উত্পাদন চেইনই নয়, প্রতিটি প্রদর্শনী এলাকা এমনকি মেলার প্রতিটি বুথেও নতুন নতুন জিনিস রয়েছে।

শিল্প আপগ্রেডিংয়ের নতুন চালকগুলো হলো– চীনের এসএফ এক্সপ্রেস, ওয়াইটিও এবং অন্যান্য কোম্পানির উদ্ভাবনী প্রযুক্তি। পাশাপাশি, বিভিন্ন সমাধান যেমন ইন্টারনেট অফ থিংসের মতো লজিস্টিক শিল্পের নতুন পরিবর্তনগুলো প্রদর্শন করার জন্য একটি ডিজিটাল ও বুদ্ধিমান সাপ্লাই চেইন ইকোসিস্টেম তৈরির দিকে মনোনিবেশ করে।

ভবিষ্যতে শিল্পের নতুন বিন্যাসের ক্ষেত্রে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ থিমকে কেন্দ্র করে ডিজিটাল প্রযুক্তি চেইন প্রদর্শনী এলাকাটি ব্যাপকভাবে প্রদর্শন করে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা হাজার হাজার শিল্পকে নীচের স্তরের প্রযুক্তিগত পরিবর্তন, মধ্য-স্তরের শিল্প প্রতিষ্ঠান এবং উচ্চ-স্তরের অ্যাপ্লিকেশন পরিস্থিতি- এই তিনটি মাত্রা থেকে পুনর্নির্মাণ করতে পারে।

এ ছাড়া, মেলা চলাকালে ‘বিশ্বের সাপ্লাই চেইন প্রমোশন রিপোর্ট ২০২৪’, ‘বিশ্ব সাপ্লাই চেইন প্রমোশন ইনডেক্স’ এবং ‘বিশ্ব সাপ্লাই চেইন কানেকশন ইনডেক্স’ প্রকাশিত হবে। যাতে সব পক্ষকে মানবিক রোবট, স্মার্ট গাড়ি, ইন্টিগ্রেটেড সার্কিট, ফোটোভোলটাইক পাওয়ার জেনারেশনসহ নতুন প্রযুক্তি বুঝতে সাহায্য করা যায়।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn