১৯তম জি-২০ শীর্ষ সম্মেলনে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ বক্তৃতা
সি চিন পিং জোর দিয়ে বলেছেন যে, চীন সর্বদা গ্লোবাল সাউথের সদস্য, উন্নয়নশীল দেশগুলোর একটি নির্ভরযোগ্য দীর্ঘমেয়াদী সহযোগী অংশীদার, বিশ্বব্যাপী উন্নয়নের সমর্থনের এক প্রচেষ্টাকারী এবং আধুনিকীকরণ অর্জনের জন্য উন্নয়নশীল দেশগুলোর সাথে হাত মেলাতে ইচ্ছুক।
সি চিন পিং বৈশ্বিক উন্নয়নে সহায়তার জন্য চীনের আটটি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
প্রথমত: ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় উচ্চমানের নির্মাণের জন্য একসঙ্গে কাজ করা হবে। আরও একটি ত্রিমাত্রিক আন্তঃসংযোগ নেটওয়ার্ক তৈরি এবং গ্রিন সিল্ক রোডের নেতৃত্বে, ডিজিটাল সিল্ক রোডকে শক্তিশালী করা।
দ্বিতীয়ত: বিশ্বব্যাপী উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা এবং একটি ‘গ্লোবাল সাউথ’ গবেষণা কেন্দ্র তৈরি করা হবে, যাতে উন্নয়নশীল দেশগুলোকে সমর্থন অব্যাহত রাখা এবং দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে বাস্তব সহযোগিতাকে আরও গভীর করা যায়।
তৃতীয়ত: আফ্রিকার উন্নয়নকে সমর্থন করা। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন আগামী তিন বছরে চীন ও আফ্রিকার জন্য আধুনিকীকরণের প্রচারে হাত মিলানোর জন্য দশটি বড় অংশীদারিত্বমূলক পদক্ষেপের ঘোষণা করেছে এবং এর জন্য আর্থিক সহায়তা প্রদান করবে।
চতুর্থত: দারিদ্র্য বিমোচন এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতাকে সমর্থন করা। চীন ‘ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার জন্য গ্লোবাল অ্যালায়েন্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে।
পঞ্চমত: চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকান ইউনিয়ন যৌথভাবে ‘ওপেন সায়েন্স ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইনিশিয়েটিভ’ চালু করেছে, যাতে ‘গ্লোবাল সাউথ’-এর অধিক লাভবান হওয়ার জন্য বৈশ্বিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের ফলাফল প্রচার করা হয়।