অভিন্ন সমৃদ্ধির অন্বেষায়, উচ্চমানের সহযোগিতায় চীন-মেকং দেশগুলো
অষ্টম বৃহত্তর মেকং উপ-আঞ্চলিক (জিএমএস) শীর্ষ সম্মেলনে গত ৭ নভেম্বর খুনমিংয়ে অনুষ্ঠিত হয়েছে৷ চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং শীর্ষ সম্মেলনে যোগ দেন এবং ছয়টি জিএমএস সদস্য দেশকে তাদের অভিন্ন সমৃদ্ধির জন্য উচ্চমানের সহযোগিতার পথে জোরালোভাবে এগিয়ে যাবার আহ্বান জানান।
চীন এবং পাঁচটি মেকং দেশ— লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার উপ-আঞ্চলিক অবকাঠামোর উন্নতি এবং বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ১৯৯২ সালে জিএমএস অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি চালু করে। বিগত তিন দশক ধরে, জিএমএস ক্রমবর্ধমানভাবে চীন এবং মেকং দেশগুলোর সহযোগিতা এবং অভিন্ন উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। গত তিন দশকেরও বেশি সময়ে অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং উদ্ভাবনের মতো বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে।
শুধুমাত্র বাণিজ্যের কথা বিবেচনা করলে দেখা যায়, মেকং দেশগুলোর সাথে চীনের বাণিজ্য চলতি বছরের প্রথমার্ধে ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়েছে।
যোগাযোগর ক্ষেত্রেও লক্ষ্যণীয় অগ্রগতি অর্জন করেছে জিএমএস। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনকে খুনমিংয়ের সাথে সংযোগকারী চীন-লাওস রেলওয়ে ২০২১ সালের শেষের দিকে চালু হয়। এ সময়ে এ রেলপথ ৪১.৭ মিলিয়ন যাত্রী এবং ৪৬.৭ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে, যার মধ্যে ১০.৭ মিলিয়ন টন আন্তঃসীমান্ত পণ্য রয়েছে।
এই অত্যাবশ্যকীয় সংযোগটি লাওসকে একটি স্থলবেষ্টিত দেশ থেকে একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্রে রূপান্তরিত করেছে। এটি আন্তর্জাতিক লজিস্টিক নেটওয়ার্ক প্রসারিত করেছে, উল্লেখযোগ্যভাবে পরিবহন খরচ ও সময় কমিয়েছে এবং আঞ্চলিক অর্থনীতিতে জীবনীশক্তি সঞ্চারিত করেছে।
ইউনানের একটি কৃষি কোম্পানির ব্যবস্থাপক ওয়াং ফেং জানালেন কীভাবে এই নতুন রুট তার ফার্মের জন্য সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে। তিনি বলেন, তারা মূলত অভ্যন্তরীণভাবে কাজ করতেন, কিন্তু এখন, চীন-লাওস রেলওয়ের কোল্ড-চেইন লজিস্টিকসের মাধ্যেমে তারা মেকং দেশগুলোতে ২০ ধরনের সবজি রপ্তানি করছেন।
আন্তঃসীমান্ত সড়ক পরিবহনেও ব্যাপক অগ্রগতি হয়েছে জিএমএসে। গত এক দশকে, জিএমএস সড়ক নেটওয়ার্ক প্রায় ২ লাখ কিলোমিটার প্রসারিত হয়েছে এবং সড়কপথে মাল পরিবহণ প্রায় দ্বিগুণ হয়েছে, যা আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ প্রশস্ত করেছে।
গত জুন মাসে, জিএমএস আন্তঃসীমান্ত পাইলট ট্রান্সপোর্টেশন প্রজেক্টের আওতায় একটি কনভয় খুনমিং থেকে রওনা হয়ে চীন, লাওস, থাইল্যান্ড এবং কম্বোডিয়া জুড়ে ভ্রমণ করে, ছয় দিনের যাত্রার পর নমপেনে পৌঁছায়, যা প্রায় আড়াই হাজার কিলোমিটার বিস্তৃত ছিল।
এই ট্রায়াল যাত্রাটি ছিল জিএমএস আন্তঃসীমান্ত ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট (সিবিটিএ)-এর জন্য জয়েন্ট কমিটির অষ্টম সভায় উপনীত ঐকমত্য বাস্তবায়নের পদক্ষেপের অংশ।
কনভয়টি রপ্তানির জন্য শাকসবজি, নির্মাণ সামগ্রী এবং অন্যান্য পণ্য বহন করে এবং কম্বোডিয়া এবং থাইল্যান্ড থেকে ফল এবং কফির মতো কৃষি পণ্য নিয়ে ফিরে আসে।
ইউননান কনস্ট্রাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপের ইন্টারন্যাশনাল মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডিভিশনের ম্যানেজার লি সাই জানান, তারা এখন যানবাহন বা কন্টেইনার পরিবর্তন না করে এই অঞ্চলের মধ্যে আন্তঃসীমান্ত পরিবহন চালু করতে পারবেন।
উদ্ভাবন এবং শিল্প সহযোগিতা জিএমএস অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ দিক। প্রধানমন্ত্রী লি নতুন-শক্তির ব্যাটারি, অটোমোবাইল এবং ফটোভোলটাইক শিল্পের মতো ক্ষেত্রগুলোতে ফোকাস করার এবং পরিষ্কার জ্বালানি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, বিগডেটার মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতা প্রসারিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
নেতৃস্থানীয় চীনা নবায়নযোগ্য শক্তি সংস্থাগুলো মেকং দেশগুলোর ব্যবসার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং উদ্ভাবনী ও স্থানীয়ভাবে অভিযোজিত পণ্য উত্পাদন করতে নতুন সুবিধাগুলোতে বিনিয়োগ করছে, এভাবে এই অঞ্চলের সবুজ পরিবর্তনে সক্রিয়ভাবে অবদান রাখছে।
জিএমএসকে আরো শক্তিশালী করতে চীন পাঁচটি মেকং দেশে ‘ল্যাঙ্কাং-মেকং ভিসা’ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যবসায়িক বিনিময়ের সুবিধার্থে যোগ্য ব্যবসায়ীদের পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা ইস্যু করবে।
মাহমুদ হাশিম
সিএমজি বাংলা, বেইজিং।