বাংলা

"নতুন যুগ, অভিন্ন ভবিষ্যত"—সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা

CMGPublished: 2024-11-07 15:29:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৭: ‘উচ্চ-স্তরের উন্মুক্তকরণ এবং উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠনে চীনের দৃঢ় সংকল্পে আমরা অত্যন্ত উত্ফুল্ল।’ ৫ নভেম্বর, সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলায়, ফাইজার চায়নার প্রেসিডেন্ট পেং জেনখ্যে এবং ল'ওরিয়াল গ্রুপ-এর চেয়ারম্যান আন গং এবং অন্যান্য বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন যে, চীন আন্তর্জাতিক আমদানি মেলা প্রতি বছর নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়, যা বিশ্বে চীনের উন্নয়নের সুযোগ ভাগাভাগি করার ক্ষেত্রে একটি উদ্দীপনা যুক্ত করে। এ ছাড়া এটি চীনা বাজার অন্বেষণে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে। ১৫২টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থার নেতা এবং রাজনৈতিক ও বাণিজ্যক মহলের প্রতিনিধিসহ প্রায় দেড় হাজার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ১২৯টি দেশ ও অঞ্চলের ৩ হাজারেরও বেশি প্রদর্শক এবারের মেলায় অংশগ্রহণ করেছে, যা আগের মেলার চেয়ে বেশি। প্রদর্শনীতে অংশগ্রহণকারী ফরচুন ৫০০ কোম্পানি এবং শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানির সংখ্যা ২৯৭টি। যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে; এবং প্রায় দুইশটি শিল্প ও প্রতিষ্ঠান আগের ছয়বার এ মেলায় অংশগ্রহণ করেছে। এটি চীনা বাজার এবং চীন আন্তর্জাতিক আমদানি মেলার আকর্ষণ নিশ্চিত করে।

শিসেইডো চায়না প্রেসিডেন্ট এবং সিইও তোশিনোবু উমেজু বলেন, ‘গত কয়েক বছরে চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণ করার সময়, আমরা এই প্ল্যাটফর্মের শক্তিশালী প্রভাব সম্পূর্ণ অনুভব করেছি। আমাদের নতুন প্রযুক্তি, নতুন ব্র্যান্ড এবং নতুন পণ্য এখানে প্রদর্শনের পর, আমরা ভোক্তাদের কাছ থেকে ব্যাপক মনোযোগ ও স্বীকৃতি পেয়েছি, এবং প্রদর্শিত সব আইটেম এখন ভালো পণ্যে পরিণত হয়েছে।’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn