বাংলা

শেনচৌ-১৮ মনুষ্যবাহী মিশন সম্পূর্ণ সফল হয়েছে

CMGPublished: 2024-11-04 13:57:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৪: চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের তথ্য অনুযায়ী, বেইজিং সময় আজ (সোমবার) রাত ১টা ২৪মিনিটে, শেনচৌ-১৮ মনুষ্যবাহী মহাকাশযানের রিটার্ন ক্যাপসুলটি তুংফেং ল্যান্ডিং ফিল্ডে সফলভাবে অবতরণ করেছে এবং চিকিত্সকরা নিশ্চিত করেছেন যে, মহাকাশচারী ইয়ে কুয়াংফু, লি ছং এবং লি কুয়াংসু সুস্থ আছেন। এর মাধ্যমে শেনচৌ-১৮ মনুষ্যবাহী মিশন সম্পূর্ণ সফল হলো।

মধ্যরাত ১২টা ৩৪ মিনিটে বেইজিং এরোস্পেস ফ্লাইট কন্ট্রোল সেন্টারের স্থল পরিমাপ ও নিয়ন্ত্রণ স্টেশন থেকে একটি রিটার্ন কমান্ড দেওয়া হয় এবং শেনচৌ-১৮ মনুষ্যবাহী মহাকাশযানের অরবিটাল মডিউল ও রিটার্ন ক্যাপসুল সুষ্ঠুভাবে পৃথক হয়। পরে, মহাকাশযানটি ইঞ্জিন চালু করে, রিটার্ন ক্যাপসুলটি প্রপালশন মডিউল থেকে আলাদা হয় এবং রিটার্ন ক্যাপসুলটি সুষ্ঠুভাবে অবতরণ করে। অনুসন্ধান, উদ্ধার এবং পুনরুদ্ধার মিশনের কাজ করা- অনুসন্ধান ও উদ্ধারকারী দল সময়মতো লক্ষ্যবস্তু খুঁজে পায় এবং অবতরণ স্থানে পৌঁছায়। রিটার্ন ক্যাপসুলের দরজা খোলার পরে চিকিত্সা কর্মীরা নিশ্চিত করেন যে, মহাকাশচারীরা সুস্থ আছেন।

রাত ২টা ১৫ মিনিটে, শেনচৌ-১৮ মহাকাশচারী ইয়ে কুয়াংফু, লি ছং এবং লি কুয়াংসু সবাই নিরাপদে ও সুষ্ঠুভাবে মহাকাশযান ছেড়ে বের হন এবং তাঁরা সুস্থ আছেন। চায়না মিডিয়া গ্রুপের একজন প্রতিবেদক কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরপরই তিনজন মহাকাশচারীর ‌একান্ত সাক্ষাত্কার নেন। তারা বলেন,

"এবার আমি মহাকাশে চীনের স্পেস স্টেশন থেকে ফিরে এসেছি, এবং আবারও মাতৃভূমির মহাকাশ শিল্পের দ্রুত বিকাশ এবং পরিবর্তনগুলি অনুভব করেছি। আমরা সর্বদা পার্টি এবং জনগণের মহান আস্থার কথা মাথায় রাখব, আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব, এবং একটি মহাকাশ খাতের শক্তিশালী দেশ গঠনে অবদান রাখব।"

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn