বাংলা

সি-স্টাব বৈঠক: চীন-ফিনল্যান্ডের ভবিষ্যৎমুখী নতুন সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রচার

CMGPublished: 2024-10-30 15:42:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সি চিন পিং আরও বলেন, চীন ও ফিনল্যান্ড উভয়ই শান্তি, বহুপক্ষবাদ ও অবাধবাণিজ্যের পক্ষে। চীন জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বৈশ্বিক টেকসই উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে ফিনল্যান্ডের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, একইসঙ্গে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, সমান ও সুশৃঙ্খল বিশ্বের বহুমুখীতা এবং সহনশীল অর্থনৈতিক বিশ্বায়নের জন্য কাজ করবে। আগামী বছর হল চীন ও ইইউ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। চীন আশা করে ফিনল্যান্ড চীন-ইইউ সম্পর্ক সুস্থ, স্থিতিশীল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে, চীন-ফিনল্যান্ড সম্পর্ক, চীন-ইইউ সম্পর্কের অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করবে।

বৈঠকে স্টাব বলেন, ২০০৯ সালে প্রথমবার চীনে সফর করার পর থেকে এখন পর্যন্ত বিশ্বে বড় পরিবর্তন হয়েছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হল চীন অকল্পনীয় উন্নয়ন সাধন করেছে।

স্টাব বলেন, ফিনল্যান্ড এক-চীন নীতি সমর্থন করে। আগামী বছর হল ফিনল্যান্ড-চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী, এই উপলক্ষে চীনের সঙ্গে উচ্চ-পর্যায়ের যোগাযোগ ঘনিষ্ঠ করতে, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করতে, বাণিজ্যিক বিনিময়, সবুজ জ্বলানি, টেকসই উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রের বাস্তব সহযোগিতা জোরদার করতে চায়। আন্তর্জাতিক সম্পর্কে ছোট বা বড় দেশ সবাই সমান- চীনের এ ধারনার প্রশংসা করে ফিনল্যান্ড। প্রেসিডেন্ট সি উত্থাপিত বৈশ্বিক উদ্যোগ এবং আন্তর্জাতিক ইস্যুতে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে। ফিনল্যান্ড, চীনের সঙ্গে বহুপাক্ষিক যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে চায়, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অবদান রাখতে চায়। তিনি আরও বলেন, ইউরোপ ও চীনের অর্থনীতি ঘনিষ্ঠভাবে সংযুক্ত, ‘সংযোগ বিচ্ছিন্ন করা ও নতুন স্নায়ু যুদ্ধ’ যে কোনো পক্ষের স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ফিনল্যান্ড ইইউ-চীন সম্পর্ক মসৃণ উন্নয়ন প্রচারে ইতিবাচক ভূমিকা পালন করতে ইচ্ছুক।

দু’পক্ষ ইউক্রেন ও ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ ইত্যাদি বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছে। সি চিন পিং চীনের অবস্থান ব্যাখ্যা করে বলেন, চীন ফিনল্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করতে চায়।

বৈঠকের শেষে দুই নেতা শিক্ষা, জলসেচ, পরিবেশ সংরক্ষণ, বৃত্তাকার অর্থনীতি, কৃষি ও খাদ্য পণ্য ইত্যাদি ক্ষেত্রের দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। দু’পক্ষ ‘চীন-ফিনল্যান্ড ভবিষ্যতমুখী নতুন সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রচারের যৌথ পরিকল্পনা (২০২৫-২০২৯) প্রকাশ করেছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn