বাংলা

দ্বিতীয় সরবরাহ চেইন এক্সপোর হাইলাইটস

CMGPublished: 2024-10-29 16:05:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হাইলাইট ৪: যৌথ প্রদর্শন ও উদ্যোগ, সহযোগিতার অভিন্ন প্রত্যাশা প্রকাশ করে

চাং শাও কাং বলেন, দেশি-বিদেশি যৌথ প্রদর্শনী এলাকা হল এবারের এক্সপোর একটি বৈশিষ্ট্য। যেমন রিও টিন্টো, বোশ, সিয়াওপেং, বাওউ এ ৪টি কোম্পানি যৌথভাবে স্মার্ট গাড়ি সরবরাহ চেইন প্রদর্শন করবে। নিউজিল্যান্ডের ডেইরি জায়ান্ট ফন্টেরা ও চীনা সরবরাহ চেইনের অংশীদার যৌথভাবে সবুজ কৃষি চেইন প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।

এবারের এক্সপোর প্রধান অতিথি দেশ হল হাঙ্গেরি, আর প্রধান অতিথি প্রদেশ হল হুপেই। হাঙ্গেরি ও হুপেই যৌথভাবে অনেক কার্যকলাপ আয়োজন করবে, যা একটি প্রধান আকর্ষণ হয়ে উঠবে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn