চীনে আসার কারণ জানালেন ক্যান্টন মেলায় অংশগ্রহণকারী বিদেশি ব্যবসায়ী
গতবার তিনি চীনে এসেছিলেন এক ধরনের অ্যারোমাথেরাপি যন্ত্র খুঁজতে। তিনি বলেছেন, চীনে তিনি সরাসরি উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সহজেই একটি উপযুক্ত যন্ত্র পেয়েছেন।
তিনি বলেন, ‘চীনের এ যন্ত্র আল্ট্রাসনিক প্রযুক্তি ব্যবহার করেছে। সাধারণ যন্ত্রের চেয়ে তার সক্ষমতা বেশি। আমি মোট ৫ শতাধিক এ যন্ত্র কিনেছি। এখন মাত্র ৮টি বাকি রয়েছে, বাকি সব বিক্রি হয়েছে।’
তিনি বিভিন্ন খাতে ব্যবসা করছেন। যে কোনো খাত হোক-না-কেন, তিনি চীনে সরবরাহকারী খুঁজে পান।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট খাতগুলোতে আমি চীনা সরবরাহকারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কারণ, আমি আমার ব্যবসায়কে উচ্চ পর্যায়ে নিতে চাই। চীনের অনেক নতুন পণ্য আমি শ্রীলঙ্কার বাজারে নিয়ে যেতে পারব।’