বাংলা

লাই ছিং ত্য’র ‘১০ অক্টোবরের’ ভাষণ বিচ্ছিন্নতাবাদের চিন্তাধারার বহিঃপ্রকাশ

CMGPublished: 2024-10-14 17:02:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ভিন্ন রাজনৈতিক পদ্ধতি একীকরণের বাধা হতে পারে না। তা অবশ্যই বিচ্ছন্নতার অজুহাতও হতে পারে না। তাইওয়ান প্রণালীর দুপারের চীনারা উভয়ই চীনা জাতি। এ ছাড়া অভিন্ন কল্যাণও রয়েছে। এক চীন নীতির ভিত্তিতে উভয় সংলাপ ও যোগাযোগ জোরদার করা গেলে, অবশ্যই সমস্যা সমাধান করা যাবে, অবশ্যই সঠিক পথে মাতৃভূমির সম্পূর্ণ একীকরণ বাস্তবায়ন করতে পারবে।

এ ছাড়া লাই ছিং ত্য ‘১৯১১-এর বিপ্লবের’ উজ্জ্বল ইতিহাস ভুলভাবে উপস্থাপন করেছেন এবং মানুষকে পথভ্রষ্ট করার অপচেষ্টা করেছেন। ‘১৯১১-এর বিপ্লবের’ পতাকা ছিল ‘চীনের পুনর্জাগরণ’। শহীদরা দেশের একীকরণ ও জাতীর সমৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছেন। লাই ছি ত্য ও ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বিচ্ছিন্নতাবাদী চিন্তায় অবিচল রয়েছে। তাদের এহেন আচরণ দেশকে বিচ্ছিন্ন করছে, যা ‘১৯১১-এর বিপ্লবের’ চেতনার একেবারে বিপরীত বিষয়।

জনাব সান ইয়াত সেন আগে বলেছিলেন, একীকরণ হচ্ছে চীনের সব মানুষের আশা। যা বাস্তবায়ন হলে, গোটা দেশের মানুষ লাভবান হবে; না হলে, সবার ক্ষতি হবে। তা ছিল ‘১৯১১-এর বিপ্লবের’ শহীদদের মনের ইচ্ছা। যা গোটা চীনা জনগণের অভিন্ন মিশন। তাইওয়ান প্রণালীর দু’পারের গোটা চীনা জনগণ অবশ্যই হাতে হাত রেখে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী’ ও বাইরের হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে এবং একযোগে মাতৃভূমির সম্পূর্ণ একীকরণ ও জাতিগত মহান পুনরুজ্জীবন বাস্তবায়ন করতে পারবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn