অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়তে চীন-আসিয়ানের নতুন পদক্ষেপ
মালয়েশিয়ায় চীনা দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স চেং সুয়ে ফাং বলেছেন যে, ডিজিটাল রূপান্তর এবং চীন-আসিয়ান ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির সাথে, উভয়পক্ষই ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা করবে, আঞ্চলিক সংযোগকে একীভূত করার জন্য শক্তিশালী প্রেরণা যোগ করবে।
সবুজ উন্নয়নে, চীন এবং আসিয়ান ইতিমধ্যেই ব্যাপক ও ফলপ্রসূ সহযোগিতায় নিযুক্ত হয়েছে।
বিআরআই’র থাইল্যান্ড-চীন রিসার্চ সেন্টারের পরিচালক উইরুন ফিচাইওংফাকডি বলেছেন, বৈদ্যুতিক যানবাহন, পরিচ্ছন্ন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চীনের উন্নয়ন ফলাফল এবং অভিজ্ঞতাগুলো বিআরআইয়ের ফোকাসের মূল ক্ষেত্র হয়ে উঠেছে। চীন বিশ্বকে আরও পছন্দ এবং বৃদ্ধির গতি প্রদান করছে বলেও মনে করেন তিনি।
মাহমুদ হাশিম
সিএমজি বাংলা, বেইজিং।