বাংলা

চীনে জাতীয় দিবসের ছুটিতে আন্তঃআঞ্চলিক যাতায়াতের সংখ্যা হবে প্রায় ২ বিলিয়ন

CMGPublished: 2024-10-01 17:25:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১: আজ (মঙ্গলবার) জাতীয় দিবসের ছুটির প্রথম দিন সারাদেশে পরিবহনে যাত্রীবাহী প্রবাহ ছিল সর্বোচ্চ। চায়না রেলওয়ে গ্রুপের সূত্র থেকে জানা গেছে যে, পহেলা অক্টোবর জাতীয় রেলওয়ে ২১ মিলিয়ন যাত্রী বহন করবে বলে আশা করা হচ্ছে। মহাসড়কের ক্ষেত্রে ছোট যাত্রীবাহী গাড়িগুলোকে পহেলা অক্টোবর থেকে হাইওয়ে টোল থেকে অব্যাহতি দেওয়া হয়। পহেলা অক্টোবর হাইওয়ে সড়কের মধ্য দিয়ে যানবাহনের পরিমাণ ৬৫ মিলিয়ন থেকে ৬৭ মিলিয়ন হবে বলে অনুমান করা হচ্ছে। ন্যাশনাল সিভিল এভিয়েশন পহেলা অক্টোবরে সর্বোচ্চ ২.৩৮ মিলিয়ন যাত্রী পরিবহন করবে।

চীনের পরিবহন মন্ত্রণালয়ের গবেষণায় দেখা গেছে, এই বছরের জাতীয় দিবসের ছুটিতে মূলত ভ্রমণ এবং আত্মীয়দের সাথে দেখা করতে জন্মস্থানে ফেরার জন্যই বিপুল এই যাত্রীপ্রবাহ হবে বলে অনুমান করা হয়েছে। সমগ্র সমাজে আন্তঃআঞ্চলিক চলাচলের পরিমাণ প্রায় ১.৯৪ বিলিয়ন হবে, দৈনিক গড় সংখ্যা প্রায় ২৭৭ মিলিয়ন, গড় দৈনিক বৃদ্ধির হার গত বছরের একই সময়ের তুলনায় ০.৭ শতাংশ বেশি এবং ২০১৯ সালের একই সময়ের তুলনায় গড় দৈনিক বৃদ্ধির হার ১৯.৪ শতাংশ বেশি। ‘ন্যাশনাল ডে হলিডে অবজারভেশন’ শিরোনামে অনুষ্ঠানের প্রথম পর্বটি পহেলা অক্টোবর প্রচারিত হয় এবং এর নাম হলো ‘প্রায় ২ বিলিয়ন আন্তঃআঞ্চলিক যাতায়াত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে’।

মহাসড়কের ক্ষেত্রে পহেলা অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত যানবাহন একসাথে যাতায়াত শুরু হয়। সকালের ১০টায় পুরো ছুটির সময় সর্বোচ্চ ভ্রমণ পিক দেখা গেছে। দেশজুড়ে হাইওয়ের যানবাহনের মোট সংখ্যা ৬৫ মিলিয়ন এবং যানজটের কারণে মহাসড়কে ধীরগতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn