বাংলা

মহাকাশ খাতের শক্তিশালী দেশ গঠনে চেষ্টা করারয় গুরুত্ব দেন সি চিন পিং

CMGPublished: 2024-09-24 16:04:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২৪: গতকাল (সোমবার) সকালে বেইজিংয়ে গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ছাংএ্য-৬ চাঁদ অনুসন্ধান প্রকল্পের গবেষণা ও পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করার সময় একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন যে, চাঁদ অনুসন্ধান প্রকল্পের ফলাফল চীনা মহাকাশচারীদের প্রজন্মের প্রজ্ঞা এবং কঠোর পরিশ্রমকে মূর্ত করে তোলে। যা প্রমাণ করে যে, চীন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং চীনাদের উচ্চাকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে প্রদর্শন করে। স্বপ্নের পেছনে ছুটতে চাঁদ অনুসন্ধানের চেতনা জোরালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সহযোগিতার ভিত্তিতে অসুবিধা মোকাবিলা করতে হবে এবং গোটা সমাজে সহযোগিতা, সব চীনা জনগণের জাতীয় আত্মবিশ্বাস ও গর্ব আরও উন্নত করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। একটি শক্তিশালী দেশ নির্মাণ এগিয়ে নেওয়া এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের সাথে জাতীয় পুনর্জাগরণের মহান কাজ এগিয়ে নিতে হবে।

সকাল দশটায় সি চিন পিং-সহ অন্য নেতারা গণ-মহাভবনে হাজির হন। তিনি আন্তরিকভাবে সবার সঙ্গে করমর্দন করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।

উষ্ণ করতালির মধ্যে সি চিন পিং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি বলেছিলেন যে, গত ২৫ জুন ছাংএ্য-৬ মিশন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। তখন তিনি একটি অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

তিনি বলেন,

"বিশাল মহাকাশের অনুসন্ধান করা এবং একটি মহাকাশ খাতের শক্তিশালী দেশ গঠন করা হল আমাদের অবিরাম সাধনা। ৭৫ বছর আগে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে, আমাদের দেশে মহাকাশচারীদের প্রজন্মের পর প্রজন্ম আত্মনির্ভরশীলতা এবং স্বাধীন উদ্ভাবনের উপর জোর দিয়েছে, মহাকাশ শিল্পকে দুর্বল অবস্থান থেকে শক্তিশালী অবস্থায় উন্নীত করেছে, স্বপ্ন তৈরি থেকে 'স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম' পর্যন্ত, আমরা ঐতিহাসিক, উচ্চ-মানের অবস্থা অর্জন করেছি, এবং একটি শক্তিশালী মহাকাশ খাতের জাতি গঠনে দৃঢ় পদক্ষেপ নিয়েছি। গত ২০ বছরে আমাদের মহাকাশচারীদের প্রজ্ঞা এবং কঠোর পরিশ্রম অসাধারণ সাফল্যের বহিঃপ্রকাশ। আমরা বছরের পর বছর ধরে বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হয়েছি এবং চীনের উচ্চাকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাসকে সম্পূর্ণরূপে প্রদর্শন করেছি।"

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn