বাংলা

চীনে গ্রামীণ পুনরুজ্জীবনের নতুন অধ্যায়

CMGPublished: 2024-09-23 15:43:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২৩: গতকাল (রোববার) চীনের সপ্তম ‘চীনা কৃষকের ফসল তোলা উৎসব।’ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেছিলেন যে, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ত্বরান্বিত করতে নিশ্চয় দৃঢ়ভাবে কৃষির ভিত্তিকে মজবুত করতে হবে এবং গ্রামের সার্বিক পুনরুজ্জীবন এগিয়ে নিতে হবে। চলতি বছর চীনে সার্বিকভাবে নতুন দফার খাদ্যশস্য উত্পাদন ক্ষমতা বাড়ানোর কার্যক্রম চালু করা হয়েছে। যাতে কৃষি খাতের শক্তিশালী দেশ নির্মাণ দ্রুততর করা যায়, কৃষি ও গ্রামের আধুনিকায়ন জোরদার করা যায় এবং গ্রামের পুনরুজ্জীবনের নতুন অধ্যায় উন্মোচন করা যায়।

চীনের উত্তর-পূর্বাঞ্চলে হেই লুং চিয়াং প্রদেশের বেইতাহুয়াং কৃষি গ্রুপে ২২০ বর্গকিলোমিটারের সয়াবিন ফসল হয়েছে। হারভেস্টার দিন রাত ধরে ক্ষেতে সয়াবিন তুলতে ব্যস্ত রয়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, ধানের ফসল শেষ পর্যায়ে আছে। চীনের ইনারমঙ্গোলিয়া অঞ্চলে আলুর ফসল তোলার ব্যস্ত সময় চলছে। হারভেস্টার প্রয়োগের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি যান্ত্রিকীকরণ হয়েছে।

এই চমত্কার ফসল তোলার দৃশ্য লক্ষ লক্ষ কৃষকের কঠোর পরিশ্রম ও সংগ্রামকে মূর্ত করে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং "কৃষি, গ্রাম ও কৃষকদের" কাজে অনেক গুরুত্ব দেন এবং "চীনা কৃষক ফসল তোলা উত্সব" প্রতিষ্ঠার প্রচার করেন, যা জাতীয় পর্যায়ে কৃষকদের জন্য প্রতিষ্ঠিত প্রথম উত্সব। সপ্তম চীনা কৃষকের ফসল তোলা উত্সব উপলক্ষ্যে, সাধারণ সম্পাদক সি চিন পিং সারা দেশের কৃষকদের এবং "কৃষি, গ্রামীণ এবং কৃষক" ফ্রন্টে কাজ করা সবাইকে ছুটির অভিনন্দন জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে, কৃষি দক্ষতা বৃদ্ধি, কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ জীবনীশক্তি বৃদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত, যাতে কৃষকরা এটি অনুভব করতে এবং উপকৃত হতে পারে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn