বাংলা

চীন-আফ্রিকা সহযোগিতার উচ্চ পর্যায়ের প্রশংসা করেন আফ্রিকার নেতারা

CMGPublished: 2024-09-06 15:31:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৫: গতকাল (বৃহস্পতিবার) সকালে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন বেইজিংয়ের মহা-গণভবনে শুরু হয়েছে। এতে প্রেসিডেন্ট সি চিন পিং মূল বক্তৃতা দিয়েছেন, নতুন যুগে চীন-আফ্রিকা সম্পর্কের নতুন অবস্থান স্পষ্ট করেছেন, আফ্রিকার সঙ্গে বাস্তবসম্মত সহযোগিতার জন্য নতুন পদক্ষেপের ঘোষণা করেছেন, চীন-আফ্রিকা ঐক্য ও অগ্রগতির নতুন সম্ভাবনা প্রদর্শন করেছেন এবং বৈশ্বিক দক্ষিণের আধুনিকীকরণের জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করেছেন। যা ২.৮ বিলিয়নেরও বেশি চীনা এবং আফ্রিকান মানুষের সাধারণ আকাঙ্ক্ষা প্রতিফলিত করে। শীর্ষসম্মেলনে উপস্থিত আফ্রিকান নেতারা চীন-আফ্রিকা সহযোগিতার ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য চীনকে ধন্যবাদ জানান এবং চীন ও আফ্রিকার জন্য যৌথভাবে আধুনিকায়নের জন্য দশটি বড় অংশীদারি পদক্ষেপ প্রসঙ্গে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবের উচ্চ প্রশংসা করেন।

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের সহ-সভাপতি, সেনেগালের প্রেসিডেন্ট ফায়ে বলেছেন যে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন করেছে এবং উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ নির্মাণের ভিত্তিতে একটি অংশীদারি সম্পর্কের মডেল তৈরি করেছে।

আফ্রিকান ইউনিয়নের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র মৌরিতানিয়ার প্রেসিডেন্ট গাজওয়ানি যৌথভাবে আধুনিকায়ন উন্নীত করার জন্য প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক ঘোষিত দশটি অংশীদারিত্বমূলক পদক্ষেপের অত্যন্ত প্রশংসা করেছেন। তিনি বলেন, তিনি চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এটি বাস্তবায়নে কাজ করবেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন যে, চীন ও আফ্রিকার মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে এবং আফ্রিকার উন্নয়নে দীর্ঘমেয়াদী সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানান।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn