বাংলা

চীন ও আফ্রিকার ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে যৌথ নির্মাণকাজ ফলপ্রসূ

CMGPublished: 2024-09-03 16:04:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সু সিয়ান পিন বলেন, চীন-আফ্রিকা কৃষি সহযোগিতার গভীরতা ও প্রশস্ততা আরও বাড়াবে এবং যৌথভাবে আফ্রিকার কৃষি উন্নয়নে একটি উন্নত ভবিষ্যত তৈরি করবে চীন। তিনি বলেন,

“বিশেষ পণ্য যেমন রুয়ান্ডা থেকে শুকনো মরিচ এবং কফি, কেনিয়ার অ্যাভোকাডোস এবং বেনিনের আনারস নিয়মিতভাবে চীনা খাবারের টেবিলে পৌঁছে যাচ্ছে, চীনা ভোক্তাদের খাবার সমৃদ্ধ হচ্ছে এবং আফ্রিকানদের মানিব্যাগও সমৃদ্ধ হচ্ছে। পরবর্তী ধাপে, চীন আফ্রিকার কৃষি আধুনিকায়নে সহায়তা দেওয়ার জন্য চীনের পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া আরও উন্নত করতে আফ্রিকান দেশ এবং আফ্রিকান ইউনিয়নের সঙ্গে কাজ করবে।”

জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে, চীন আফ্রিকার ১৭টি দেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ১৯টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সাম্প্রতিক বছরগুলিতে, আফ্রিকায় চীনা কমিউনিস্ট পার্টির "বন্ধু-বলয়" ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং এটি আফ্রিকার ৫০টিরও বেশি দেশের ১২০টিরও বেশি রাজনৈতিক দলের সঙ্গে বিনিময় ও সহযোগিতা চালিয়েছে। যা চীন ও আফ্রিকার "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগের রাজনৈতিক ভিত্তি স্থাপন করেছে।

ভবিষ্যতে, চীন আফ্রিকান দেশ এবং আফ্রিকান ইউনিয়নের সঙ্গে নতুন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করবে। তার মধ্যে রয়েছে: ডিজিটাল অবকাঠামো নির্মাণ জোরদার করা, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার খাতে ক্রমাগত সহযোগিতা গভীর করা, যৌথভাবে সবুজ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা, "বেল্ট অ্যান্ড রোড" বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন কর্ম পরিকল্পনার গভীরভাবে বাস্তবায়ন করা এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করা।

জানা গেছে, এই শীর্ষ সম্মেলনে ৩ হাজারেরও বেশি চীনা এবং বিদেশি সাংবাদিক নিবন্ধন করেছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn