বাংলা

ছিংতাও শীর্ষ সম্মেলন: বহুজাতিক কোম্পানির নেতাদের চীনের উন্মুক্তকরণের সম্প্রসারণ দেখা

CMGPublished: 2024-08-29 15:42:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অনেক বহুজাতিক কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি মনে করেন, শীর্ষ সম্মেলন উচ্চমানের উন্মক্তকরণের সেতু হিসেবে অব্যাহতভাবে ভূমিকা পালন করছে এবং বহুজাতিক কোম্পানি চীনকে বোঝা ও চীনে বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

১৮০ বছরেরও বেশি ইতিহাসের একটি ব্যবসায়িক তথ্য পরিষেবা কোম্পানি হিসেবে ডান ব্র্যাডস্টিট ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ব্যবসা করে, যা ৪০ বছরেরও বেশি সময় ধরে চীনা বাজারে গভীরভাবে ব্যবসা উন্নয়ন করে। কোম্পানিটির চীনের প্রেসিডেন্ট উ কুয়াং ইয়ু এবারের শীর্ষ সম্মেলনকে বেশ গুরুত্ব দেন। তিনি মনে করেন, চীনে উদ্ভাবনের পরিবেশ ভালো, যোগ্য ব্যক্তি বেশি, উদ্ভাবনের গতি ও কার্যকরিতা বিশ্বের শীর্ষস্থানে। ডান ব্র্যাডস্টিট এখন বিশ্বব্যাপী ডেটা ও চীনের স্থানীয় পরিস্থিতি সংযুক্ত করে, চীনা গ্রাহকদের ডিজিটাল রূপান্তর ও উচ্চমানের উন্নয়ন অর্জনে সাহায্য করছে। তিনি আশা করেন এবারের শীর্ষ সম্মেলনের মাধ্যমে তারা আরও বেশি কোম্পানির সঙ্গে সহযোগিতা করতে পারবেন।

অন্য বহুজাতিক কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরাও মনে করেন, চীনের অর্থনীতি অত্যন্ত স্থিতিস্থাপক, চীনের উচ্চমানের উন্নয়ন বহুজাতিক কোম্পানিগুলোর জন্য নতুন বাজার ও বিনিয়োগের সুযোগ আনতে পারে। বহুজাতিক কোম্পানিগুলো চীনা বাজার সম্পর্কে খুব আশাবাদী এবং চীনের সঙ্গে সহযোগিতা করে বাজার আরও সম্প্রসারণ করতে চায়।

এবারের শীর্ষসম্মেলনে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতা ইনস্টিটিউট রিপোর্ট ‘চীনে বহুজাতিক কোম্পানি: চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের সুযোগ ভাগাভাগি’ প্রকাশ করেছে। এতে দেখা যায়, চীনে বহুজাতিক কোম্পানিগুলোর বিনিয়োগ আয় তাদের মোট আয়ের প্রধান অংশ। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০২৩ সালে চীনে নতুন বিদেশি বিনিয়োগকারী কোম্পানির পরিমাণ ৫৩ হাজার ৭৬৬, যা আগের বছরের চেয়ে ৩৯.৭ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চীনে নতুন বিদেশি বিনিয়োগকারী কোম্পানির পরিমাণ ৩১ হাজার ৬৫৪টি, যা আগের বছরের একই সময়ে চেয়ে ১১.৪ শতাংশ বেড়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn