বাংলা

কোলন গেমসকমে চীনা গেমসের তুমুল জনপ্রিয়তা

CMGPublished: 2024-08-26 17:02:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গেমসকম ২০২৪ সম্প্রতি জার্মানির কোলনে শুরু হয়েছে। চীনা গেম কোম্পানিগুলো সক্রিয়ভাবে এবারের গেমসকমে অংশগ্রহণ করেছে, আর তাদের তৈরি অনেক গেম আন্তর্জাতিক গেম অনুরাগীদের মনোযোগ আকর্ষণ করেছে। বিদেশে চীনা গেমসের জনপ্রিয়তা প্রতিফলিত হয়েছে এর উচ্চমানে এবং আন্তর্জাতিকীকরণ হল বিশ্বে চীনা গেম ব্র্যান্ড তৈরি করার চাবিকাঠি, আর উচ্চমানের গেম চীনা সংস্কৃতির আকর্ষণ অনুভব করার জন্য বিশ্বকে আরও বেশি উপায় দেয়।

এবারের গেমসকমে ৬৪টি দেশ ও অঞ্চলের ১৪০০টিরও বেশি সংস্থা অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে ৩০টিরও বেশি চীনা গেম কোম্পানি প্রদর্শিত গেমস অনেক বিদেশি গেম অনুরাগীরা পছন্দ করেছেন।

চীনা গেম কোম্পানি মিহোয়ো এবার তিনটি গেম এনেছে, এর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় গেম ‘গেনশিন ইম্প্যাকট’। প্রদর্শনীস্থলে মিহোয়োর বুথে প্লেয়ারদের ভিড় ছিল, গেমের উৎসাহীরা গেম আইপি থেকে প্রাপ্ত অ্যানিমেশন ও গেমের সম্পর্কিত পণ্য কেনার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে। জার্মানির ডুসেলডর্ফ থেকে টম সাংবাদিককে তার ফোনে বিভিন্ন ধরনের মিহোয়ো গেম দেখিয়েছেন। তিনি বলেন, গেনশিন ইম্প্যাকটের মাধ্যমে তিনি চীনকে বিশেষভাবে পছন্দ করেন। তিনি আশা করেন একদিন চীনে যেতে পারবেন, সত্যিকারের চীনকে দেখতে পাবেন।

নেটইজ ও টেনসেন্ট ইত্যাদি চীনা কোম্পানি এবার অনেক স্ব-উন্নত পণ্য নিয়ে এসেছে, এর মধ্যে রয়েছে শুটিং, মাল্টিপ্লেয়ার প্রতিযোগিতা, রোল-প্লেয়িংসহ অনেক ধরনের গেম, আর প্রদর্শনীস্থলে প্লেয়ারদের জন্য গেম খেলার এলাকাও স্থাপন করা হয়।

বর্তমান ‘উচ্চমানের’ ও ‘আন্তর্জাতিকীকরণ’ অনেক বিদেশি গেম অনুরাগীর চীনা গেম বর্ণনা করার কীওয়ার্ড হয়ে উঠেছে। চীনা গেম কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিং ইত্যাদি উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে গেমসের মান উন্নত করেছে। চীনা কোম্পানিগুলো গেম তৈরির সময়ে প্রাকৃতিক দৃশ্য, স্থাপত্যের ল্যান্ডস্কেপ, সাংস্কৃতিক ও শিল্পিক উপাদান সুন্দরভাবে একীভূত করতে পারে, যাতে নিমগ্ন পরিবেশ তৈরি করে আন্তর্জাতিক প্লেয়ারদের জন্য একই অনুভূতি সৃষ্টি করা হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn