বাংলা

সংস্কারের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের সার্বিক সবুজ রূপান্তর আরও এগিয়ে নেওয়া হবে

CMGPublished: 2024-08-15 21:30:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অগাস্ট ১৫: চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং জানিয়েছেন, সবুজ উন্নয়ন হচ্ছে উচ্চ গুণগত মানের উন্নয়নের মৌলিক বৈশিষ্ট্য। নতুন মানের উৎপাদন শক্তিও হলো সবুজ উৎপাদন শক্তি। উন্নয়ন পদ্ধতির সবুজ রূপান্তর আরও দ্রুত হতে হবে। যা কার্বন নির্গমনের চূড়ান্ত অবস্থা ও কার্বন নিরপেক্ষতা বাস্তবায়নে সহায়ক হবে। সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে পরিবেশগত সভ্যতার ব্যবস্থা সংস্কারের খাতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়েছে। যাতে সবুজ ও নিম্ন কার্বন উন্নয়নের ব্যবস্থা আরও উন্নত করার বিষয় দিক-নির্দেশনা রয়েছে। বর্তমানে, আর্থ-সামাজিক উন্নয়নের সার্বিক সবুজ রূপান্তর খাতে দেশের নানা অঞ্চলে সংশ্লিষ্ট নীতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা সবুজ উচ্চ গুণগত মানের উন্নয়ন নিশ্চিত করেছে।

গত জুন মাসের শেষ দিকে চীনে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছিল ১৬৫ কোটি কিলোওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৫৩.৮ শতাংশ। জ্বালানির সবুজ রূপান্তরের পদক্ষেপ ক্রমশ দ্রুততর হচ্ছে দেশে।

সেই সঙ্গে শিল্প কাঠামো অব্যাহত উন্নত হচ্ছে চীনে। চীনে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় ও সম্পূর্ণ নতুন জ্বালানি শিল্প চেইন তৈরি হয়েছে। এতে সম্পদ বিনিয়োগের হারও বাড়ছে।

কার্বন নির্গমন ও দূষণ কমানোসহ ধারাবাহিক পরিবর্তনের পিছনে রয়েছে গভীরতর পরিবেশগত সভ্যতা ব্যবস্থার সংস্কার। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং জানান, চীনের আর্থ-সামাজিক উন্নয়ন ইতোমধ্যে সবুজ ও নিম্ন কার্বন প্রক্রিয়া আরও দ্রুত হওয়ায় উচ্চ গুণগত মানের উন্নয়নের পর্যায় শুরু হয়েছে। তিনি জোর দিয়ে জানান, সবুজ উন্নয়ন হচ্ছে একমাত্র পথ।

লক্ষ্যটি আরও দ্রুতগতিতে বাস্তবায়নে চীন অব্যাহতভাবে কাজ করে আসছে। সম্প্রতি সিপিসি’র কেন্দ্রীয় কমিটি, রাষ্ট্রীয় পরিষদ ‘অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সার্বিক সবুজ রূপান্তর আরও দ্রুত করা বিষয়ক দিকনির্দেশনা’ প্রকাশ করেছে। এতে দেশের বিভিন্ন স্তরে সার্বিক সবুজ রূপান্তরের লক্ষ্য ও বাস্তবায়নের পথ সুস্পষ্টভাবে নির্দিষ্ট করা হয়েছে। যাতে শিল্প কাঠামো, জ্বালানি, পরিবহনসহ নানা খাত অন্তর্ভুক্ত হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়ন ব্যবস্থা আরও উন্নত করতে ধারাবাহিক সংস্কারের পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা হচ্ছে।

সবুজ নিম্নকার্বন বাজারের ব্যবস্থা অব্যাহত উন্নত হচ্ছে। সবুজ নিম্নকার্বন উৎপাদন পদ্ধতিও ক্রমেই বেড়ে যাচ্ছে।

বর্তমানে, ইস্পাত-সহ একাধিক গুরুত্বপূর্ণ শিল্পে, ডিজিটাল ও সবুজ রূপান্তর চলছে। সবুজ কারখানা ও নিম্নকার্বন কারখানার নির্মাণগতি অব্যাহতভাবে উন্নত হচ্ছে। চীনে রাষ্ট্রীয় পর্যায়ে ইতোমধ্যে ৫০৯৫টি সবুজ কারখানা, ৩৭১টি সবুজ শিল্পপার্ক ও ৩৫ হাজার সবুজ পণ্য আছে।

এ ছাড়া, সবুজ নিম্নকার্বন জীবনযাপন আরও বেশি জনপ্রিয় হচ্ছে। গত জুলাই মাসে, দেশে নতুন জ্বালানি-চালিত গাড়ির মাসিক বিক্রির পরিমাণ প্রথমবার ঐতিহ্যবাহী জ্বালানিচালিত গাড়ি বিক্রির পরিমাণ ছাড়িয়ে গেছে। যা একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

আজকাল চীনে, শিল্প ও জ্বালানি কাঠামো অব্যাহতভাবে উন্নত হচ্ছে। সবুজ উচ্চ গুণগত মানের উন্নয়নও দ্রুত এগিয়ে যাচ্ছে। মানুষ ও প্রকৃতির মধ্যে সমন্বিত সহাবস্থানের চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের লক্ষ্য বাস্তবায়নে চীন আরও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn