চীন সবসময় ন্যায়বিচার রক্ষা করে এবং বিশ্বের বহুপক্ষবাদ এগিয়ে নেয়
বিশ্বের বহুপক্ষবাদ এগিয়ে নেওয়া হচ্ছে ন্যায়বিচার রক্ষার একটি প্রয়োজনীয় ব্যবস্থা। চীন সমতা ও বহুপক্ষবাদ প্রতিষ্ঠায় কাজ করে আসছে।বিশ্বের নানা দেশকে বহুপাক্ষিক ব্যবস্থায় নিজের অবস্থান খুঁজে নেওয়ার আহ্বান জানায় চীন। চীন মনে করে বিশ্বের বহুপক্ষবাদ সমতাসম্পন্ন হওয়া উচিত এবং বহুপক্ষবাদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নানা দেশের মধ্যে একতা, সংলাপ, সহযোগিতা, যৌথভাবে জয়ী হওয়া উচিত। বিভেদ, সংঘাত ও একযোগে হেরে যাওয়া উচিত নয়। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন দেশের উচিত জাতিসংঘ সনদ ও নীতি মেনে চলা, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা অনুসরণ করা এবং একযোগে প্রকৃত বহুপক্ষবাদ বাস্তবায়ন করা।
আন্তর্জাতিক পরিস্থিতি যত পরিবর্তন হোক-না-কেন, চীন সবসময় ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়ায় এবং ন্যায়বিচারের পক্ষে থাকে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠাকারী, বিশ্ব উন্নয়নে অবদানকারী ও আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে চীন দৃঢ়ভাবে ইতিবাচক কাজ করবে। ন্যায়বিচার রক্ষা করা এবং প্রকৃত বহুপক্ষবাদে অবিচল থাকবে চীন। জাতিসংঘের ভূমিকা রক্ষা করা, বিশ্ব শাসনের কাঠামো আরও কার্যকর দিকে এগিয়ে নেওয়া ও সমতা ও সুশৃঙ্খল বিশ্বের বহুপক্ষবাদ নির্মাণে চীন অবশ্যই অবদান রাখবে।