সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের সুরক্ষা, উত্তরাধিকার এবং ব্যবহারের ক্ষেত্রে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা
অগাস্ট ৭: ‘আমাদের এই সাফল্যকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের সামগ্রিক এবং পদ্ধতিগত সুরক্ষাকে আরও জোরদার করা, ঐতিহ্য সুরক্ষার ক্ষমতা ও স্তরকে কার্যকরভাবে উন্নত করা এবং চীনা জাতির সাংস্কৃতিক সম্পদ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা উচিত।’ সম্প্রতি, চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসির সাধারণ সম্পাদক সি চিন পিং সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের সুরক্ষা, উত্তরাধিকার এবং ব্যবহারকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় তিনি ‘বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস - চীনের আদর্শ রাজধানী ব্যবস্থার একটি মাস্টারপিস’সহ নানা প্রকল্পর সফলভাবে ‘বিশ্ব ঐতিহ্যের তালিকায়’ অন্তর্ভুক্তির গুরুত্ব এবং যুগের অর্থ তুলে ধরেছেন এবং সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের সুরক্ষা, উত্তরাধিকার এবং ব্যবহারকে শক্তিশালী করার জন্য শক্তিশালী অনুপ্রেরণা প্রদান করেছেন।
মাত্র জুলাই মাসের শেষের দিকে ইউনেস্কোর ৪৬তম বিশ্ব ঐতিহ্য সম্মেলন গৃহীত এক প্রস্তাবে ‘বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস - চীনের আদর্শ রাজধানী ব্যবস্থার একটি মাস্টারপিস’ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে চীনের বিশ্ব ঐতিহ্যের মোট সংখ্যা ৫৯-এ পৌঁছেছে, যা বিশ্বের শীর্ষস্থানে।
‘বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস’ একটি গুরুত্বপূর্ণ প্রতীক যা চীনা সভ্যতার অসামান্য বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। থিয়েনআনমেন মহাচত্বর এবং স্থাপত্য কমপ্লেক্সসহ ১৫টি ঐতিহ্য বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশ্বের কাছে চীনের প্রথাগত নগর পরিকল্পনা তত্ত্ব এবং বিশ্বজুড়ে ‘পরিমিত’ ও ‘সম্প্রীতির’ দর্শনের গুরুত্বপূর্ণ মূল্য প্রদর্শন করে। ফলে চীনা জাতির চমৎকার ও ঐতিহ্যবাহী প্রাণশক্তি বিশ্বের ব্যাপক স্বীকৃতি পেয়েছে।
বেইজিং মিউনিসিপ্যাল পুরাকীর্তি ব্যুরোর উপ-পরিচালক চে চিয়েন হাও বলেছেন, ‘সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো রাজধানীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর সিপিসি’র কেন্দ্রীয় কমিটির অত্যন্ত গুরুত্ব এবং ‘বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস’-এর সুরক্ষার দিকে তাদের সমর্থন সম্পূর্ণরূপে প্রতিফলিত করে, যা আমাদের গভীরভাবে উত্সাহিত করে। আমরা সি চিনপিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারাকে নির্দেশনা হিসেবে মেনে চলবো এবং বেইজিংয়ের পুরানো শহরের সামগ্রিক সুরক্ষার প্রচারকে এগিয়ে নিয়ে যাবো।
বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস হেরিটেজ প্রোটেকশন সেন্টারে ঢুকলেই একটি বিশাল ইলেকট্রনিক স্ক্রিন দেখা যায়, সেন্ট্রাল এক্সিসের মনিটরিং ওয়ার্কিং মেকানিজম, বিষয়বস্তু এবং পর্যবেক্ষণ পদ্ধতি এক নজরে স্পষ্ট।
প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন, আমাদের অবশ্যই সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার এবং ব্যবহারকে জোরদার করতে হবে, যাতে নতুন যুগে, নতুন দীপ্তিতে পুনরুজ্জীবিত এবং উজ্জ্বল হতে পারে এবং সুন্দর জীবনের প্রতি জনগণের চাওয়া আরও ভালভাবে পূরণ হতে পারে।
বিশ্ব সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য মানব সভ্যতার বিকাশ ও প্রাকৃতিক বিবর্তনের গুরুত্বপূর্ণ অর্জন এবং বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রচারের একটি গুরুত্বপূর্ণ বাহক।
সাধারণ সম্পাদক সি চিন পিং বলেন, বৈশ্বিক সভ্যতার উদ্যোগ বাস্তবায়ন এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার জন্য বাস্তবসম্মত পদক্ষেপগুলো ব্যবহার করা উচিত। ইউনেস্কোয় চীনের জাতীয় কমিশনের সচিবালয়ের সচিব ছিন ছাং উই বলেন, ‘আমরা প্রাসঙ্গিক পক্ষগুলোর সাথে কাজ করব, চীনের বিশ্ব ঐতিহ্য প্রকল্পগুলোকে আন্তর্জাতিক সমাজের কাছে ব্যাপকভাবে প্রচার করতে ইউনেস্কো প্ল্যাটফর্ম ব্যবহার করবো এবং ঐতিহ্যের ক্ষেত্রে ইউনেস্কো ও অন্যান্য দেশের সাথে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করবো।
সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া, এবং উচ্চমানের সুরক্ষা এবং সাংস্কৃতিক অবশেষের পুনরুদ্ধার করা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপায়ের উপর নির্ভর করা, ঐতিহ্য সুরক্ষা এবং ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণকে উত্সাহিত করা, বিশ্ব ঐতিহ্য তালিকায় ‘বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিসে’র সফল অন্তর্ভুক্ত করার জন্য চীনের পুরাকীর্তি খাতে জড়িত কর্মীরা ১০ বছরব্যাপী কঠোর পরিশ্রম এবং অনুসন্ধান করেছেন।