চীনা চলচ্চিত্রের সমসাময়িক এবং জনপ্রিয় প্রকৃতি নিয়ে বিশেষজ্ঞ ও পণ্ডিতদের আলোচনা
আগস্ট ৫: ‘চীনা চলচ্চিত্রকে অবশ্যই সময়ের স্পন্দনের সাথে সমন্বয় করতে হবে’, ‘চলচ্চিত্র সৃষ্টিকে অবশ্যই জীবনের গভীরে যেতে হবে এবং মানুষের মধ্যে শিকড় গেড়ে নিতে হবে’ এবং ‘প্রতিভা সৃষ্টির সাথে কাজের নির্মাণের সমন্বয়ে অবিচল থাকতে হবে’... সম্প্রতি ৩৭তম হান্ড্রেড ফ্লাওয়ারস অ্যাওয়ার্ডসের ধারাবাহিক কার্যক্রমের চলাকালীন ‘চলচ্চিত্র: যুগ এবং জনগণ’ শিরোনামে এক থিমযুক্ত ফোরাম অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রের উচ্চমানের উন্নয়নের লক্ষ্য, পথ ও ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য এতে চলচ্চিত্র মহলের ব্যক্তি এবং বিশেষজ্ঞ ও পণ্ডিতদের আমন্ত্রণ জানানো হয়।
চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র প্রচার মন্ত্রণালয়ের ফিল্ম ব্যুরো এবং চায়না ফিল্ম অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় গত দশ বছরে চীনা চলচ্চিত্রের উন্নয়ন পর্যালোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা চলচ্চিত্রের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সৃজনশীল সমৃদ্ধির প্রচার, উদ্ভাবনের জীবনীশক্তিকে উদ্দীপিত করা, শিল্প বিকাশের প্রচার এবং একটি ভাল পরিবেশ তৈরি করাসহ নানা দিক থেকে মতবিনিময় ও আলোচনা করেছেন।
চায়না ফেডারেশন অব লিটারারি অ্যান্ড আর্ট সার্কেলসের সচিবালয়ের সচিব সিয়ে লি মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীনা সিনেমা বক্স অফিসে অসামান্য পারফরম্যান্স করেছে এবং চলচ্চিত্র বাজার ক্রমাগত উন্নতি ও বিকাশ লাভ করেছে। অধিকাংশ চলচ্চিত্র কর্মী জন-কেন্দ্রিক সৃজনশীল অভিযোজন মেনে চলেছেন এবং সময়ের বিকাশকে প্রতিফলিত করে এমন অনেকগুলো চমৎকার চলচ্চিত্র তৈরি করেছেন, যেগুলো শুধুমাত্র ভাল বাজারই পায়নি, বরং জনগণের কাছে সুনাম অর্জন করেছে।।
সামাজিক পরিবর্তন এবং জনগণের নতুন প্রত্যাশার মুখে, কীভাবে চলচ্চিত্র ব্যাক্তিদের একটি শক্তিশালী চলচ্চিত্র মহল গড়তে আরও ভালভাবে সাহায্য করা উচিত?