বাংলা

অলিম্পিক গেমসে রঙ যুক্ত করে চীনা উপাদানগুলো

CMGPublished: 2024-08-02 15:02:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২ আগস্ট: প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনের প্রাক্কালে, চীনা শিল্পপ্রতিষ্ঠানের তৈরি এক হাজারেরও বেশি ড্রোন প্যারিসের রাতের আকাশে উঠেছিল এবং এগুলো অলিম্পিক রিং ও মশালবাহকসহ বিভিন্ন প্যাটার্নে রূপান্তরিত হয়। দুর্দান্ত গঠনের পরিবেশনা দর্শকদের স্বীকৃতি জিতেছে, এবং ‘চীনা উত্পাদন’ মানুষের মনে গভীর ছাপ ফেলেছে।

অলিম্পিক গেমস কেবল প্রতিযোগিতার মঞ্চ নয়, চীনের ভাবমূর্তি ও আচরণ দেখানোর একটি প্ল্যাটফর্মও। প্যারিস অলিম্পিক গেমসের বিভিন্ন প্রতিযোগিতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের বাইরে ও ভেতরে চীনা উপাদানগুলোও দেখা দিয়েছে, এটি অলিম্পিক গেমসে একটি চীনা স্টাইল বয়ে এনেছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ গত ২৭ জুলাই একটি সাক্ষাত্কারে বলেছেন যে, প্যারিস অলিম্পিক গেমসের অর্ধেকেরও বেশি সম্প্রচারক ‘আলিবাবা ক্লাউড’ প্রযুক্তি ব্যবহার করছেন, যা দর্শকদের অলিম্পিক দেখার অনুভব আরও ব্যক্তিগতভাবে দৃশ্যে থাকার মতো অনুভূতি দিয়েছে।

অলিম্পিক স্টেডিয়ামের দিকে তাকালে দেখা যয়, স্টেড ডি ফ্রান্সসহ বহু স্টেডিয়ামের এলইডি প্রদর্শন পর্দা সবই চীন থেকে এসেছে। চীনা শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদিত টেবিল টেনিস টেবিল, বারবেলস ও ক্রীড়া মেঝে অলিম্পিক গেমসের বিভিন্ন ইভেন্টে সহায়তা করে। প্রচুর পরিমাণের অফিসিয়াল ব্রেসলেট ও স্মৃতিচিহ্ন চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ক্রীড়া সরঞ্জাম সরবরাহ থেকে ইভেন্টে পরিষেবা দেওয়া, আবার প্রযুক্তিগত সহায়তা দেওয়া পর্যন্ত, চীনা উপাদানগুলো প্যারিস অলিম্পিক গেমসে রঙ যুক্ত করেছে, এর মধ্য দিয়ে বিশ্বের কাছে চীনের উন্নয়নের সাফল্য ফুটে উঠে।

প্যারিসের রাস্তায়, চীনা সংস্কৃতি-থিমযুক্ত প্রদর্শনীগুলো অনেক পর্যটককে আকর্ষণ করে, এবং চা শিল্প ও ‘পাতুয়ানচিন’সহ সংশ্লিষ্ট অভিজ্ঞতার পয়েন্টগুলোর সামনে দীর্ঘ সারিও রয়েছে। অলিম্পিক গ্রামে, চীনা ক্রীড়া প্রতিনিধিদলের ভবনের উপর দৈত্যাকার পান্ডা ও চীনা নকশা গিঁটসহ সংশ্লিষ্ট প্যাটার্ন আকর্ষণীয়, এবং চীনা উপাদানগুলোর সাথে ব্যাজগুলো খুবই জনপ্রিয়। অলিম্পিক গেমস কেবল যে বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের যোগাযোগ ও বিনিময়ের একটি সেতু , তা নয়; বরং চীনা সংস্কৃতি প্রচারের একটি প্ল্যাটফর্মও ।

মাঠে কঠোর সংগ্রাম করা চীনা খেলোয়াড়, মাঠের চারদিকে চিন্তাশীল ও সূক্ষ্ম চীনা স্বেচ্ছাসেবক, এবং স্ট্যান্ডে উত্সাহী চীনা দর্শক...... তাদের চিত্রগুলোও প্যারিস অলিম্পিক গেমসে একটি সুন্দর দৃশ্যে পরিণত হয়েছে।

ক্রীড়াবিদদের আচরণ, উজ্জ্বল সংস্কৃতি, উচ্চ গুণমানের পণ্য, এবং স্টেডিয়ামের ভেতর ও বাইরে চীনা উপাদানকে একত্রিত করে অবিরামভাবে চমত্কার চীনা গল্প লিখেছে ও লিখছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn